এইদিন ওয়েবডেস্ক,মহেশতলা,১৭ এপ্রিল : ঘরে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল মা ও দুই শিশুসন্তানের । শনিবার রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার জেলার মহেশতলা (maheshtala) পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর পূর্বপাড়ায় । পুলিশ জানিয়েছে মৃতদের নাম সোমা মণ্ডল (৪০),রাহুল মণ্ডল (১০) এবং সাহেব মণ্ডল (১২) । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ওই বাড়িটিতে স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন সোমা মণ্ডলরা । ইঁটের দেওয়াল টালির ছাউনি দেওয়া পাশাপাশি কয়েকটি ঘর রয়েছে । তার মধ্যে একটি ঘরে ভাড়া থাকতেন তাঁরা । শনিবার রাতে দুই ছেলেকে নিয়ে ঘরে ঘুমচ্ছিলেন সোমাদেবী । আর সেই সময়েই কোনওভাবে ওই তিনটি ঘরে আগুন ধরে যায় । স্থানীয় এক মহিলার প্রথমে নজরে পড়ে বিষয়টি । তারপর তিনি লোকজনদের ডাকাডাকি করে ঘুম থেকে তোলেন । স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন । শেষে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু ঘরের ভিতর থেকে খিল দেওয়া থাকায় দরজা খোলা যায়নি । শেষে দেওয়াল ভেঙে ঘরের ভিতরে ঢোকে দমকল কর্মীরা । কিন্তু তার আগেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মা ও দুই শিশুসন্তানের । তবে আগুন লাগার কারন জানা যায়নি । প্রাথমিকভাবে দমকলবাহিনীর অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ । আসেন ডায়মন্ডহারবার জেলার অ্যাডিশনাল এসপি অর্ক বন্দ্যোপাধ্যায়, ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরূপম ঘোষ । এসপি অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,আগুন লাগার কারন অনুসন্ধান করে দেখা হচ্ছে ।।