এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৭ এপ্রিল : দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসার ঘটনাকে ‘পরিকল্পিত চক্রান্ত’ বলে দাবি করছে বিজেপি । একটি সর্বভারতীয় বৈদ্যুতিক চ্যানেলে ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বলেন,’এটা হঠাৎ করে হয়নি । এর পিছনে পূর্ব পরিকল্পিত চক্রান্ত আছে । পুলিশ দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক । তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে । কিন্তু যারা পাথর ছুড়েছিল,ষড়যন্ত্র করে দিল্লিতে হিংসা ছড়াচ্ছে তাদের খুঁজে বের করা দরকার । যেই দোষী হোক তাদের বাড়িতেও তল্লাশি চালানো হোক । কারন ওদের বাড়িতে কোনও অস্ত্র আছে কিনা, ওদের কি পরিচয়,সব খতিয়ে দেখা দরকার ।’ পাশাপাশি তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের উদ্দেশ্যে বলেন,’মুখ্যমন্ত্রী কেজরীওয়ালকে অনুরোধ করবো দায়িত্ব এড়িয়ে যাবেন না । পরিস্থিতি মোকাবিলায় এবং ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য সকলে মিলে এগিয়ে আসুন ।’ অন্যদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের তরফ থেকে এযাবৎ কোনও মন্তব্য পাওয়া যায়নি ।
পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার জাহাঙ্গীরপুরী এলাকায় হনুমানের জন্মবার্ষিকীতে ২ থেকে ৩টি মিছিল বের করা হয়েছিল । সব মিছিলের অনুমতি ছিল । জাহাঙ্গীরপুরী চকের কাছে একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রার শেষের দিকে লোকজনের সঙ্গে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । আর তার কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষ থেকে ব্যাপক পাথর ছোড়াছুড়ি শুরু হয়ে যায় । দুষ্কৃতীরা বেশ কয়েকটি গাড়ি ও বাইকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় । উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে । তবে পুলিশের পক্ষ থেকে কোনো গুলি চালানো হয়নি । এই ঘটনায় ছয় পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন উপ-পরিদর্শকের বামহাতে গুলি লেগেছে । কয়েকজন বহিরাগত গুলি চালায় বলে খবর । একজন বহিরাগত আহত হয়েছে।
জাহাঙ্গীরপুরী মামলার পর দিল্লি জুড়ে চলছে সতর্কতা। পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। হিংসার ঘটনায় দিল্লি পুলিশ দাঙ্গা এবং খুনের চেষ্টার মামলা দায়ের করেছে। তদন্তের জন্য পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে। তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল সেল । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF দুটি কোম্পানি মোতায়েন রয়েছে । পুরো এলাকা ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ । এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ।
রবিবার সকালে রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় ছিল শ্মশানের নিস্তব্ধতা । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পরিস্থিতি নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে ক্রমাগত যোগাযোগ করছেন । পুলিশের পক্ষ থেকে এলাকার জনগণকে নিজ নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে রাতে বাড়িতে লাইট জ্বালিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে । রবিবার সকালে বিজেপির উত্তর-পশ্চিম দিল্লির সাংসদ হংস রাজ হংস ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।।