এইদিন ওয়েবডেস্ক,লিংকোপিং(সুইডেন),১৬ এপ্রিল : সাম্প্রদায়িক হিংসার আগুনে জ্বলছে সুইডেন । বৃহস্পতিবার সুইডেনের লিংকোপিন শহরে মুসলিম বিরোধী ডেনিশ রাজনীতিবিদ রাসমাস পালুদান এবং তার দল স্ট্রাম কুরস (Stram Kurs) কুরআনের কপি পোড়ানোর ঘোষণার পর ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে । ঘটনার প্রতিবাদে উগ্র ইসলামপন্থী ধর্মান্ধ জনতা ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিতে দিতে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে । তারা বেশ কয়েকটি পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে । পুলিশের মুখপাত্র আসা ভিলসুন্ড বলেছেন, ‘হামলাকারীদের মানসিকতা আক্রমণাত্মক হয়ে উঠেছিল । তাদের ছোড়া পাথরে ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন ।’
ডেনমার্কের অভিবাসন বিরোধী দলের প্রধান হলেন রাসমুস পালুদান। লিংকোপিং-এর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় তিনি কোরআনের কপি পোড়ানোর ঘোষণা করেছিলেন । স্ট্রাম কুরস দলের প্রধানও কোরান পোড়াতে শুরু করলে সেখানে প্রায় শ’দুয়েক মুসলিম সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে যায় । দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । বেশ কিছু মুখোশধারী উন্মত্ত জনতা ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিতে দিতে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে । পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে । পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় । এদিকে লিংকোপিন থেকে ক্রমে দাঙ্গা ছড়িয়ে পড়েছে নরকপিং (Norrkoping) এবং রিঙ্কেবি (Rinkeby) এবং স্টকহোমেও (Stockholm) প্রভৃতি শহরে ।
উগ্র দক্ষিণপন্থী দলের কোরান পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মধ্য সুইডেনের ওরেব্রোতে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে । পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায় উন্মত্ত লোকজন । পুলিশের মুখপাত্র ডায়ানা কুদাইব(Diana Qudhaib) বলেছেন, ‘নয়জন পুলিশকর্মী আহত হয়েছেন । আহতদের অধিকাংশজনের হাত ভেঙেছে ।’
ঘটনা প্রসঙ্গে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেছেন,’সুইডেনবাসীদের মতামত প্রকাশ করার অনুমতি দেওয়া হয়, তারা ভাল বা খারাপ রুচিরই হোক না কেন, এটি আমাদের গণতন্ত্রের অংশ । কিন্তু আপনার কখনই হিংসা অবলম্বন করা উচিত নয় । আমরা এটি কখনই মেনে নেব না ।’তিনি আরও বলেন,’এটি ঠিক সেই ধরনের হিংসাত্মক প্রতিক্রিয়া যা তিনি (রাসমাস পালুদান) দেখতে চান । এর উদ্দেশ্য হল একে অপরের বিরুদ্ধে মানুষকে উসকানি দেওয়া ।’
প্রসঙ্গত, পালুদান সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত খবরের শিরোনামে রয়েছেন । তাঁকে ২০২০ সালের নভেম্বরে, তাকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাসিত করা হয়েছিল । ব্রাসেলসে কোরান পোড়ানোর মাধ্যমে বিদ্বেষের সৃষ্টি করার অভিযোগে বেলজিয়ামে তাঁর দলের আরও ৫ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল । সুইডেনের ‘পার্টি অফ ডিফারেন্ট কালার’-এর প্রতিষ্ঠাতা মিকেল ইউকসেলও পালুদানের বিরুদ্ধে ধর্মনিন্দা করে মুসলমানদের উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন ।।