এইদিন ওয়েবডেস্ক,খাম্বাত(গুজরাট),১৬ এপ্রিল :ইউপির যোগী বাবার ‘বুলডোজার থিওরি’ মধ্যপ্রদেশ হয়ে গুজরাটে পৌঁছেছে । গুজরাটের খাম্বাতে (Khambhat) রামনবমীর শোভাযাত্রায় হামলায় অভিযুক্তদের অবৈধ নির্মান বুলডোজার দিয়ে ভেঙে দিল প্রশাসন । খাম্বাতের জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে শুক্রবার শকরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মাজারের সামনে গড়ে তোলা ওই সমস্ত অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছেন এসডিএম নিরূপা গাদভি । এদিকে অবৈধ নির্মান বুলডোজার দিয়ে ভেঙে ফেলার তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলি ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন সুত্রে জানা গেছে, গুজরাটের খাম্বাতে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনার মূলচক্রী একজন মৌলবি । যদিও রজক প্যাটেল নামে ওই ধর্মগুরু পলাতল । এযাবৎ তার হদিশ করতে পারেনি পুলিশ । তার পরিকল্পনা অনুযায়ী পাথর নিক্ষেপের জন্য কবরস্থানকে বেছে নিয়েছিল দুষ্কৃতীরা । কারন প্রথমত,পাথরের বিপুল যোগান এবং দ্বিতীয়ত লুকিয়ে হামলা করার সুবিধার কারনে ওই করস্থানকে বেছে নেওয়া হয় । সেই সঙ্গে পাথর নিক্ষেপকারী দের ওই মৌলবি আশ্বাস দিয়েছিলেন যে,যদি তাদের মধ্যে কেউ ধরাও পড়ে তাহলে তাদের দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করা হবে ।
জানা গেছে,ঘটনার তদন্তে নামার পর পুলিশ জানতে পারে অনেক আগে থেকেই এই হামলার পরিকল্পনা চলছিল । এনিয়ে নিজেদের মধ্যে মোবাইল চ্যাট ও কথোপকথন চলছিল । তারা নিজেদের মধ্যে মোবাইলে উস্কানিমূলক ভিডিওও চালাচালি করছিল । কিন্তু হামলার পরেই প্রমান লোপাটের জন্য মোবাইল চ্যাট এবং যাবতীয় ভিডিও রেকর্ডিং ডিলিট করে দেয় অভিযুক্তরা । পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে সেসব আবার পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।
ঘটনার অন্যতম তদন্তকারী আধিকারিক খাম্বাতের অতিরিক্ত এসপি অভিষেক গুপ্তা বলেন, ‘হিংসায় জড়িত অভিযুক্তদের চিহ্নিতকরণ এবং তল্লাশি অভিযান চলছে । এদিকে এসডিএমের নির্দেশে শকরপুর এক্সটেনশনে তাদের নির্মিত অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । চিহ্নিত করা হচ্ছে সমস্প স্পর্শকাতর এলাকাগুলি ।’।