এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৫ : রাজ্যে দূর্বীত্তায়ন রোধে ‘বুলডোজার থিওরি’ প্রয়োগ করে অনেকাংশে সাফল্য পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তাঁর এই ‘থিওরি’ পাশের রাজ্য মধ্যপ্রদেশও প্রয়োগ করতে শুরু করেছে । এবারে প্রশাসনিক কাজে গতি আনতে তৎপর হলেন যোগী । তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন নাগরিকদের অভিযোগ সংক্রান্ত কোনও ফাইলই ৩ দিনের বেশি ফেলে রাখা যাবে না । সরকারি আধিকারিকদের সঙ্গে এনিয়ে একপ্রস্থ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী । তিনি বিভিন্ন দপ্তরের পেন্ডিং ফাইলের লিস্ট তৈরি করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ।
জানা গেছে,কোনও অবস্থাতেই আমলাদের দীর্ঘসূত্রিতা বরদাস্ত করার মুডে নেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আর কোনও আধিকারিক কাজে গাফেলতি করলে তাকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি । পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন,কর্মীরা যেন সময়ানুবর্তিতা মেনে চলেন,মধ্যাহ্নভোজের বিরতি যেন ৩০ মিনিটের বেশি না হয় ।।