এইদিন ওয়েবডেস্ক,গুসকরা,২৭ ডিসেম্বর : গুসকরার দুস্থ পরিবারের এক অন্ধ প্রতিভাবান কিশোরের পাশে দাঁড়াল কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা । রবিবার বিকেলে গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়ায় মহম্মদ হায়দার আলি(১৪) নামে ওই কিশোরের বাড়িতে গিয়ে হারমোনিয়াম সহ বেশ কিছু ত্রাণসামগ্রী তুলে দেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা । সংস্থার তরফে উপস্থিত ছিলেন সমাজকর্মী রুবি ঘোষ ও তাঁর দুই সহকর্মী লালন শেখ ও আজিজুল রহমান মল্লিক ।
মহম্মদ হায়দার আলিরা তিন ভাই ও তিন বোন । দুই দিদির বিয়ে হয়ে গেছে । তাঁদের বাবা শেখ আনসার আলি পেশায় রাজমিস্ত্রি । মা হাফিজা বেগম গৃহবধূ । হাফিজা বেগম জানিয়েছেন,জন্মের এক একমাস পরেই চোখের রোগের শিকার হয় হায়দর । ক্রমে তার দু’চোখই নষ্ট হয়ে যায় । তিনি বলেন, ‘ছোট থেকেই গান শোনার নেশা পেয়ে বসে হায়দারকে । পাড়ায় মাইকে বা বক্সে গান বাজলে সেই গান মনযোগ দিয়ে শুনত আর গাইতো । এই ভাবে বিনা তালিমেই গান গাওয়ায় পারদর্শী হয়ে ওঠে হায়দার । ছেলে দু’তিনটে বড় রিয়ালিটি শোয়ে গানের অডিশনও দিয়েছিল । কিন্তু উপযুক্ত তালিমের অভাবে পিছিয়ে পড়ে হায়দার ।’
হায়দার বলে,”বাবাকে বলেছিলাক একটা হারমোনিয়াম কিনে দিতে । কিন্তু অভাবের কারনে উনি কিনে দিতে পারেননি । এমনকি সঙ্গীতের শিক্ষকের কাছে গান শেখার সুযোগও আমি পাইনি।’
জানা গেছে, গুসকরার ওই প্রতিভাবান কিশোরের কথা কোনও ভাবে জানতে পারে কলকাতার ওই স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন । এরপর এদিন বিকেলে সংস্থার সদস্য ও সদস্যারা হায়দরের হাতে হারমোনিয়াম ও কিছু উপহার তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের হাতে কিছু সাহায্যও তুলে দেন । স্বেচ্ছাসেবী সংস্থার এই মানবিকতায় আপ্লুত অন্ধ অসহায় কিশোরের পরিবারের লোকজন ।।