এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ এপ্রিল : চরক মেলার কর্তৃত্ব নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার বেহালা পুরসভা এলাকা । স্থানীয় দলীয় কার্যালয়ের পাশাপাশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আশপাশের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে বেহালা থানার পুলিশবাহিনী যায় । কিন্তু পুলিশের সামনেই যুযুধান দু’পক্ষ বাঁশ-লাঠি নিয়ে একে অপরের উপর চড়াও হয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে । সেই সময় গুলিও চলে বলে খবর । মঙ্গলবার রাতভর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তান্ডবে কার্যত ত্রস্ত ছিল গোটা এলাকা । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।
জানা গেছে,বেহালা পুর এলাকার ১২১ নম্বর ওয়ার্ডে রয়েছে চড়ক তলা । সেখানে প্রতি বছর পয়লা বৈশাখের দিন ধুমধাম করে পুজো হয় । মেলা বসে । আর এই মেলার কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল । সোমবার রাতে তা চরম আকার নেয় । রাত্রি সাড়ে দশটা নাগাদ চড়ক তলায় দু’পক্ষের মধ্যে একপ্রস্থ সংঘর্ষ বাধে । ইঁট পাটকেল, কাঁচের বোতল হাতের কাছে যে যা পেয়েছে তা নিয়েই একে অপরের উপর হামলা চায়ায় । আর সেই সময়েই নুন্যতম সাত রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । এরপর রাত প্রায় একটা নাগাদ দু’পক্ষের বাইকবাহিনী অ্যাকশনে নামে । আর সেই সময় তৃণমূল কার্যালয়, সিসিটিভি, বাইকসহ আশপাশের ১০-১২ টি বাড়ির জানালার কাঁচে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । যদিও এই ঘটনায় এদিন সকাল পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে । এদিকে পুলিশের সামনেই কার্যত এই তান্ডব চলায় এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে ।।