এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ এপ্রিল : টানা ৪ ম্যাচে হেরে অবশেষে জয় পেলো চেন্নাই সুপার কিংস । মঙ্গলবার নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২৩ রানে হারিয়েছে চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা ।
টস হেরে আগে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস । নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৬ রানের বিশাল লক্ষ্য রাখে ব্যাঙ্গালুরুর সামনে । ইনিংসের দ্বিতীয়ার্ধে ১৫৬ রান ওঠে । রবিন উথাপ্পা ও শিভাম ধুবে জুটি মাত্র ৭৩ খেলে তোলে ১৬৫ রান ।
শিভাম ধুবে ৪৬ বল খেলে ৯৫ রানে অপরাজিত থাকেন । তাঁর ইনিংসটিতে ছিল ৮টি ছক্কা ও ৫টি চার । রবিন উথাপ্পা ৫০ বল খেলে করেন ৮৮ রান । তার উইলোতে ছিল ৯টি ছক্কা ও ৪টি চার । এছাড়া রুতুরাজ গায়কোয়াড করেন ১৭ রান ।
জবাবি ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রানেই থেমে যায় ব্যাঙ্গালুরুর ইনিংস। শাহবাজ আহমেদ ২৭ বলে ৪১, সুয়শ প্রভুদেসাই ১৮ বলে ৩৪, দীনেশ কার্তিক ১৪ বলে ৩৪, গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ২৬, মোহাম্মদ সিরাজ ১৪ ও অনুজ রাওয়াত ১২ রান করেন ।
চেন্নাইয়ের বোলারদের পক্ষে মহেশ থিকসানা ৪টি, রবীন্দ্র জাদেজা ৩টি এবং মুকেশ চৌধুরী ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট নেন । ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে হাসারাঙ্গা ২টি ও জস হ্যাজলউড একটি উইকেট নেন । অন্যটি রানআউট হয় । ম্যাচের সেরা নির্বাচিত হন শিভাম ধুবে । পয়েন্টের নিরিখে নবম স্থানে থেকে ২ পয়েন্ট পেয়েছে চেন্নাই সুপার কিংস ।।