এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১২ এপ্রিল : আগামী ১৩ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ‘বিস্ট’ ছবিটি । ছবিতে মুসলিমদের জঙ্গি হিসাবে দেখানো হয়েছে, এই দাবি করে ইতিমধ্যে ‘বিস্ট’-এর মুক্তি নিষিদ্ধ ঘোষণা করেছে মুসলিম রাষ্ট্র কুয়েত । এবার সেই দলে যোগ দিল আর এক মুসলিম রাষ্ট্র কুয়েত । তবে সৌদি আরবে মুক্তি পাবে এই ছবিটি । দক্ষিণ ভারতীয় চিত্রসমালোচক তথা বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক টুইট-বার্তায় এই খবর জানিয়েছেন ।
কিন্তু কি এমন কাহিনী আছে ছবিটিতে যার ফলে ছবিটির মুক্তি নিষিদ্ধ ঘোষণা করল দুই উপসাগরীয় দেশ ? আসলে ছবিতে দেখানো হয়েছে চেন্নাইয়ের একটি বড় মল হাইজ্যাক করেছে কুখ্যাত মুসলিম জঙ্গিরা । তারা বেশ কিছু সাধারণ মানুষকে পনবন্দী করে রেখে । তাদের উদ্ধারে নেমেছে বিজয়ের নেতৃত্বে সেনাবাহিনী । ছবিতে স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন বিজয় । পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্পও আছে ছবিতে । দেশ ও বিদেশের মূলত মুসলিম সংগঠনগুলি থেকে এই ছবি নিয়ে আপত্তি তোলা হচ্ছে । তাঁদের অভিযোগ,ছবিটিতে মুসলমানদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানো হয়েছে ।
প্রায় ১৫০ কোটি টাকা বাজেটের এই অ্যাকশন থ্রিলার মুভিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার । বিজয় ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে,সেলভা রাঘবন, যোগী বাবু প্রমুখ ।।
ছবি : সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ।