এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১০ এপ্রিল : ধর্ষণের জেরে ১৪ বছরের এক কিশোরীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করল হাঁসখালি থানার । নদীয়া জেলার হাঁসখালি-১ নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালার গত সোমবার জন্মদিন ছিল । রাতে বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয় । সেখানে নিমন্ত্রিত ছিল ওই কিশোরী । অভিযোগ, ওই কিশোরীকে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করে ব্রজগোপাল । কিশোরীর গোপনাঙ্গ থেকে প্রবল রক্তপাত শুরু হলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । বিষয়টি জানাজানি হবে বলে কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ । শেষে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মঙ্গলবার ভোরের দিকে মৃত্যু হয় কিশোরীর ।
মৃতের পরিবারের অভিযোগ, সমর গোয়ালার সাঙ্গপাঙ্গরা মৃতদেহটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দাহ করে দেয় । প্রমান লোপাটের জন্য জল ঢেলে ধুয়ে ফেলে চিতার ছাই । এমনকি কিশোরীর পরিবারকে মুখ বন্ধ রাখার জন্য সমর গোয়ালা হুমকি পর্যন্ত দিয়েছিল বলে অভিযোগ ।
শেষে চাইল্ড লাইনের সহায়তায় শনিবার এনিয়ে হাঁসখালী থানায় এনিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিহত কিশোরীর মা । আর তারপরেই শুরু হয় পুলিশের গতিবিধি ।
পুলিশ সুত্রে খবর, অভিযোগের ভিত্তিতে এদিন সকালে ব্রজগোপালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় । কিন্তু তার কথার একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে । ধর্ষণ,খুন, প্রমান লোপাটসহ একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে । নিহত নাবালিকা হওয়ায় পকসো আইনেও মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে । তবে ছেলেকে পাকড়াও করতে পারলে তার বাবা সমর গোয়ালাসহ পরিবারের বাকি সদস্যদের পুলিশ কোনও হদিশ করতে পারেনি বলে জানা গেছে । এদিকে হাঁসখালির ঘটনার প্রতিবাদে সোমবার হাঁসখালি থানা এলাকায় ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ।।