🌺 “কলিতে ভক্তিযােগ । নারদীয় ভক্তি । ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা ; “হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও ।’ কর্মযােগ বড় কঠিন। তাই প্রার্থনা করতে হয়, “হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও। আর যেটুকু কর্ম রেখেছ, সেটুকু যেন তােমার কৃপায় অনাসক্ত হ’য়ে করতে পারি । আর যেন বেশী কর্মে জড়াতে না ইচ্ছা হয় ।’
কর্ম ছাড়বার যাে নাই। আমি চিন্তা করছি আমি ধ্যান করছি, এও কর্ম । ভক্তিলাভ করলে বিষয়-কর্ম আপনা আপনি কমে যায় । আর ভাল লাগে না । ওলা মিছরীর পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায় ?”
কথামৃত-১/১০/৬