এইদিন ওয়েবডেস্ক,লস অ্যাঞ্জেলেসে,০৯ এপ্রিল : অস্কার অনুষ্ঠান চলাকালীন উপস্থাপক ও কৌতুকাভিনেতা ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় শাস্তির মুখে পড়লেন হলিউড অভিনেতা উইল স্মিথ । উইল স্মিথকে আগামী ১০ বছরের জন্য একাডেমি অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না । শুক্রবার এনিয়ে একটি বিবৃতি জারি করেছেন একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সভাপতি ডেভিড রুবিন এবং সিইও ডন হাডসন ।
প্রসঙ্গত, ৯৪ তম অস্কারের লাইভ অনুষ্ঠানে উপস্থাপক রক যখন স্মিথের স্ত্রীর চেহারা নিয়ে কৌতুক করেন, তখনই মঞ্চে উঠে রককে চড় মারেন স্মিথ । এরপর সেরা অভিনেতার ট্রফি গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে তিনি জানান, অসুস্থতার কারণে তার স্ত্রীর মাথায় চুল নেই । বিষয়টি একেবারে না জেনেই মজা করেছেন রক । স্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই এই রকম অপ্রীতিকর ঘটনার ঘটিয়ে ফেলেছেন বলে তিনি জানান । অনুষ্ঠান উদযাপনে বিঘ্ন ঘটানোর কারণে পরে দুঃখ প্রকাশ করে অস্কার থেকে পদত্যাগ করেন অভিনেতা উইল স্মিথ । তখন তিনি জানিয়েছিলেন, জানান,তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তা মেনে নিতে তিনি প্রস্তুত ।
এনিয়ে সিদ্ধান্ত ঘোষণার জন্য ১৮ এপ্রিল বৈঠক ডাকা হয়েছিল । কিন্তু স্মিথ গত সপ্তাহে একাডেমি থেকে পদত্যাগ করার পর সেই তারিখ এগিয়ে আনা হয় । শুক্রবার বৈঠকে বসেছিল চলচ্চিত্র বিষয়ক বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত অনারারি মার্কিন প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স (অস্কার) । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২২ সালের ৮ এপ্রিল থেকে ১০ বছরের জন্য একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে ব্যক্তিগতভাবে বা কার্যত উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে না অভিনেতা উইল স্মিথকে । এই সিদ্ধান্তের পর উইল স্মিথ একটি বিবৃতি জারি করে বলেছেন,’আমি একাডেমির এই সিদ্ধান্তকে মেনে নিয়েছি এবং সিদ্ধান্তের সম্মান করি ।’।