এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ এপ্রিল : ভালোবেসে বিয়ে করেও ‘রিক্সাচালকের মেয়ে’কে বাড়িতে ঠাঁই দিল না ওষুধ ব্যবসায়ী যুবক । তারপর আইনের দ্বারস্থ হলে আর্থিকভাবে সম্পন্ন শ্বশুরবাড়ির লোকজনের লাগাতার হুমকির জেরে কার্যত আতঙ্কে দিন কাটছে নববধু ও তাঁর পরিবারের । তাঁরা দুষ্কৃতী হামলায় প্রাণহানীরও আশঙ্কা পর্যন্ত করছেন । ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ী পাড়াসামুনডি এলাকায় । এই পরিস্থিতিতে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফাতেমা খাতুন নামে নামে ওই বধু ও তাঁর পরিবারের পাশে এসে দাঁড়ানোয় কিছুটা হলেও মনে জোর পেয়েছেন ওই মহিলা ।
জানা গেছে,পুরাতন পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ি এলাকার খয়েরাতি পাড়ায় শ্বশুরবাড়ি ফাতেমা খাতুনের । স্বামী সালাম শেখের সাউয়ের ওষুধের দোকান রয়েছে । পাশাপাশি তিনি টিউশনও পড়ান । ফাতেমা খাতুন ও সালাম শেখের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । গত বছর ৭ নভেম্বর মুসলিম ধর্ম মতে ওই দুইজন রেজিস্ট্রি করে বিয়ে করেন । তারপর থেকে বাবার বাড়িতেই ছিলেন ফাতেমা ।
তিনি বলেন, ‘শ্বশুরবাড়ি যাওয়ার কথা বললেই বিভিন্ন অছিলায় এড়িয়ে যেত সালাম । বাবার বাড়ি থেকেই আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে । আমার সঙ্গে নিয়মিত সহবাস করত আমার স্বামী । কিন্তু আমার স্বামীর মতিগতি দেখে আমার সন্দেহ হত । তাই গত বছর ডিসেম্বর মাসে এক প্রকার জোর করে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম ।’
ফাতেমা বলেন, ‘আমি রিক্সাচালকের মেয়ে বলে স্বামী,শ্বশুর,শাশুডি ও ননদের কাছে গঞ্জনা শুনতে হত । একদিন ওরা আমাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছিল । ওই চারজন মিলে আমায় লাথি, কিল, ঘুঁষির পাশাপাশি লাঠি দিয়ে ব্যপক মারধর করতে শুরু করে । কোনও রকমে আমি ওদের হাত ফস্কে বাড়ির বাইরে চলে আসে । তারপর স্থানীয় বাসিন্দাদের পরামর্শে আমি বাপের বাড়ি চলে আসি ।’
জানা গেছে,গত ২৭ মার্চ পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়িতে স্বামী, শ্বশুর,শাশুড়ি এবং এক ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ফাতেমা খাতুন । অভিযুক্তদের বিরুদ্ধে বধু নির্যাতনসহ একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ । যদিও এদিন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের হদিশ করতে পারেনি । পুলিশ জানিয়েছে,অভিযুক্তরা পলাতক । তাদের সন্ধান চলছে ।
এদিকে ফাতেমা খাতুনের অভিযোগ, ‘আমি থানায় অভিযোগ দায়েরের পর থেকেই তা তুলে নেওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন আমাদের উপর চাপ সৃষ্টি করছে । বিভিন্নভাবে আমাদের হুমকি দেখানো হচ্ছে । আমাদের উপর নজর রাখার জন্য লোক পুষে রেখেছে । যেকোনো সময় দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালাতে বলে আমাদের আশঙ্কা ।’ স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাশে দাঁড়ানোয় দুষ্কৃতীরা বিশেষ সুবিধা করতে পারছে না বলে জানিয়েছেন ফাতেমা । যদিও এনিয়ে অভিযুক্ত সালাম শেখের সাউ বা তাঁর পরিবারের কারোর কোনও মতামত পাওয়া যায়নি ।।