এইদিন ওয়েবডেস্ক,জেনেভা(সুজারল্যান্ড),০৮ এপ্রিল : জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ বাতিলের প্রস্তাবে সাধারণ পরিষদের ভোটাভুটিতে দ্বিধাবিভক্ত বিশ্ব । দুই-একটি ব্যতিক্রম ছাড়া ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বেশিরভাগ দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে অথবা ভোটদানে বিরত থেকেছে । ভারত-নেপাল- বাংলাদেশ-পাকিস্থান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ ৫৮ টি দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি । অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীনসহ ২৪টি দেশ ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবকে “রুসোফোবিয়াগ্রস্থ” এবং “অস্ত্রযুক্ত বাদুড়দের” রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ হিসাবে কটাক্ষ করেছেন ।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ৪৭ । জাতিসংঘের সাধারণ পরিষদ এর তদারকি করে । রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে সরাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আনা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৯৩টি । ভোটের ফলাফলে দেখা গেছে, ইউরোপ, উত্তর আমেরিকার দেশগুলো
আফ্রিকা মহাদেশের মাত্র নয়টি ও এশিয়ার ছয়টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে । আফ্রিকার দেশগুলোর মধ্যে চাদ, কমোরো, আইভরি কোস্ট, লাইবেরিয়া, লিবিয়া, মালাওয়ি, মরিশাস, সেশিলেজ ও সিয়েরা লিওন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর এশিয়ার দেশগুলোর মধ্যে প্রস্তাব সমর্থন করেছে মিয়ানমার, ইসরায়েল, জাপান, ফিলিপাইন, পূর্ব তিমুর ও তুরস্ক ।
ভোটদানে বিরত ছিল ভারত,বাংলাদেশ,নেপাল পাকিস্থান,ভুটান,অ্যাঙ্গোলা, বাহরাইন, বারবাডোজ, বেলিজ, , বতসোয়ানা, ব্রাজিল, ব্রুনেই, কেপ ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, মিশর, এল সালভাদর, এশয়াতিনি, গাম্বিয়া, গিনি বিসাউ, ঘানা, গায়ানা, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, কেনিয়া, কুয়েত, লেসোথো, মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, ওমান, কাতার, সেইন্ট কিটস-নেভিস, সেইন্ট ভিনসেন্ট, সৌদি আরব, সেনেগাল, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সাউথ সুদান, শ্রীলঙ্কা, সুদান, সুরিনাম, থাইল্যান্ড, টোগো, ত্রিনিদাদ-টোবাগো, তিউনিসিয়া, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত, তানজানিয়া, ভানুয়াতু এবং ইয়েমেন ।।
ছবি : টুইটার থেকে নেওয়া ।