এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ এপ্রিল : হোম থিয়েটারের সাউন্ড সিস্টেমের মধ্যে ব্রাউন সুগার ভরে পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল মুর্শিদাবাদের এক দম্পতি । পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতির নাম গোলাম মোস্তাফা ও রিয়া সাফরিন । মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা ওই দম্পতিকে বুধবার রাতে মালদা টাউন স্টেশনের পার্কিং জোন থেকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স । পরে তাদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে তুলে পুলিশ ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক ।
পুলিশ সুত্রে জানা গেছে,প্রায় প্রায় আড়াই কিলো ওজনের ব্রাউন সুগার একটি হোম থিয়েটারের সাউন্ড সিস্টেমের মধ্যে ভরে নিয়ে বুধবার লালগোলা থেকে ট্রেনে চড়ে মালদায় আসে ওই দম্পতি । রাতের দিকে তারা মালদা টাউন স্টেশনে নামে । এদিকে গোপন সুত্র থেকে খবর পেয়ে তক্কে তক্কে ছিল স্পেশাল টাস্ক ফোর্স । ওই দম্পতি রেলস্টেশনের পার্কিং জোনের কাছে আসতেই তাদের পাকড়াও করে এসটিএফ । তারপর সাউন্ড সিস্টেমের ব্যাক কভার খুলতেই বেড়িয়ে আসে প্যাকেট বন্দি ব্রাউন সুগার । পুলিশ জানিয়েছে, প্রাথমিক জেরায় ধৃতরা কবুল করেছে তারা ওই ব্রাউন সুগার কালিয়াচকে পাচারের জন্য যাচ্ছিল । চক্রের বাকিদের চিহ্নিত করতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।