এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,২৬ ডিসেম্বর : প্রথমে ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে ফোন । তারপর কায়দা করে ইমেল আইডি ও পাসওয়ার্ড জেনে নিয়ে নেট ব্যঙ্কিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট । এমনই অভিনব প্রতারনার শিকার হলেন ভাতাড় থানার দাউরাডাঙ্গা গ্রামের বাসিন্দা আশিষ পাল (৩১) নামে এক প্রাথমিক স্কুলশিক্ষক । আশিষবাবু জানিয়েছেন,তাঁর অ্যাকাউন্ট থেকে ৬৬৫০০ টাকা খোওয়া গেছে । এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সাইবার ক্রাইম বিভাগেও বিষয়টি জানিয়েছেন ওই স্কুল শিক্ষক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
আশিষ পাল জানিয়েছেন,গত বুধবার দুপুরে এক অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে । তিনি কল রিসিভ করলে এক ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলে । সে নিজেকে একটি নির্দিষ্ট ব্যঙ্কের কর্মী পরিচয় দেয় । তারপর সে বলে আধারকার্ডের সঙ্গে মোবাইল নম্বর ট্যাগ না করার কারনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক হয়ে যাবে । আশিষবাবুর বলেন , ‘ওই ব্যক্তি যে ব্যঙ্কের কর্মী হিসাবে নিজের পরিচয় দিয়েছিল সেই ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট আছে । গত সপ্তাহে ব্যাঙ্ক থেকে মেসেজও এসেছিল । তাই আমি তাকে বিশ্বাস করে ফেলেছিলাম । এরপর ওই ব্যক্তির কথামত আমি তাকে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিই । তার কিছুক্ষন পরেই দেখি আমার অ্যাকাউন্ট থেকে ৬৬৫০০ টাকা ডেবিট হয়ে গেছে ।’
আশিষবাবু জানিয়েছেন, এরপর তিনি ওই ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করেন । তখন ব্যাঙ্ক থেকে তাঁকে জানানো হয় তাঁর ইমেল আইডি ও পাসওয়ার্ড জেনে ওই প্রতারক নতুন আইডি তৈরি করে । পাসওয়ার্ডও পরিবর্তন করে । তারপর তাঁর আ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করে । তবে যে মেল আইডির মাধ্যমে টাকা লোপাট করা হয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই মেল আইডির কোনও হদিশ পায়নি বলে জানিয়েছেন আশিষবাবু ।
আশিষবাবুর সহকর্মী জয়ন্ত দে বলেন, ‘যে দিন টাকা লোপাট হয় ওদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত আশিষবাবুকে দফায় দফায় ফোন করে ব্যাস্ত রাখে ওই প্রতারক । যাতে তিনি ব্যাঙ্ক,পুলিশ বা সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করার কোনও সুযোগ না পান । একদম অভিনব কায়দায় এই প্রতারনা কাজটি করা হয়েছে । এভাবে প্রতারনা কথা আগে কখনও শুনিনি ।’
জানা গেছে,গত বুধবার রাতের দিকে ওই শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় । পরের দিন ব্যঙ্কের শাখায় গিয়ে তিনি দেখতে পান তার আ্যকাউন্টে মাত্র এক টাকা পড়ে রয়েছে । তারপর শুক্রবার রাতে তিনি ভাতার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা সাইবার ক্রাইম বিভাগেও বিষয়টি তিনি জানান । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে।।