দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ এপ্রিল : আগ্নেয়াস্ত্রসহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । এদিকে হেফাজতে নেওয়া এক দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার হল মাস্কেট । পুলিশ সুত্রে খবর,মঙ্গলবার রাতে সড়ক পথ ধরে রুটিন টহলদারি চালানোর সময় ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যানের পুলিশ কর্মী দেখতে পায় ভাতারের নুরপুর গ্রামের কাছে ৪ জন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে । সন্দেহ হওয়ায় পুলিশ তাদের আটকে তল্লাশি চালাতেই একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় । এরপর ওই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শঙ্কর দাস, শেখ সোহেল, ছোটন দাস ও সূর্য দাস । কার্তুজসহ আগ্নেয়াস্ত্রটি আউশগ্রামের কয়রাপুর গ্রামের বাসিন্দা শেখ সোহেলের কাছ থেকে উদ্ধার হয়েছে । ধৃতদের মধ্যে শঙ্কর ভাতারের মুরাতিপুর গ্রামের বাসিন্দা । বাকি দু’জনের বাড়ি বীরভূম জেলার বোলপুর থানা এলাকায় । বুধবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশ জানিয়েছে,প্রাথমিক জেরায় ধৃতরা কবুল করেছে ডাকাতির উদ্দেশ্যেই তারা ঘোরাঘুরি করছিল ।
অন্যদিকে হেফাজতে নেওয়া দুস্কৃতীর নাম ইনলাল শেখ । ভাতারের শিকোত্তর গ্রামের বাসিন্দা ওই দুষ্কৃতী দিন তিনেক আগে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়ে । উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং আর কোথাও বোমা বন্দুক মজুত আছে কিনা জানতে তাকে ম্যারাথন জেরা চালিয়ে যাচ্ছে পুলিশে । শেষে ইনলালের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি মাস্কেট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ভাতার থানার ওসি সৈকত মণ্ডল ।।