এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ এপ্রিল : হাইকোর্ট রক্ষাকবজ প্রত্যাহার করার পর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় পঞ্চমবারের জন্য তলব করেছিল সিবিআই । মঙ্গলবার আসানসোলে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার সেরে সোজা কলকাতার উদ্দেশ্যে তিনি রওনাও হয়েছিলেন । আশা করা হচ্ছিল এবারে অন্তত তিনি সিবিআইয়ের হাজিরা এড়াবেন না । কিন্তু যথারীতি সেই আশায় জল ঢেলে দিয়ে বুধবার কলকাতায় নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দপ্তরে না গিয়ে ঢিল ছোড়া দূরত্বে এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে গেলেন অনুব্রত মণ্ডল । তাঁকে হাসপাতালের উডাবার্ণ ব্লকের ২১১ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে বলে খবর ।
কিন্তু ঠিক কি শারিরীক সমস্যার কারনে অনুব্রত মণ্ডলকে উডাবার্ণ ব্লকে ভর্তি করা হল তা স্পষ্ট করে কিছু জানা যায়নি । এনিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ খোলেননি । ফলে এদিন তিনি আদপেই সিবিআইয়ের মুখোমুখি হবেন কিনা তা পরিষ্কার নয় ।
প্রসঙ্গত,ইতিপূর্বে চারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল । একবার কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবজ পেয়েছিলেন । পঞ্চমবারেও ফের হাজিরায় না গিয়ে চিনার পার্কে নিজের বাড়ি থেকে বেড়িয়ে সোজা হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল । এদিকে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে সাজো সাজো রব নিজাম প্যালেসে । সিবিআইয়ের সদর দপ্তরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী । অনুব্রতকে জেরার জন্য প্রস্তুত অ্যাডিশনাল এসপি-র নেতৃত্বে ৫ সদস্যের দল । এখন শারিরীক অসুস্থতা দেখিয়ে পঞ্চমবারের জন্যও যদি হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল সেক্ষেত্রে তাঁকে নিয়ে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ।।