এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৬ এপ্রিল : থ্যালাপথি বিজয়ের ‘বিস্ট'(Beast) ছবি নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুললো তামিলনাড়ু মুসলিম লীগ (টিএনএমএল) । সংগঠনের সভাপতি ভিএমএস মুস্তফা এই দাবিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এসকে প্রভাকরের কাছে পাঠানো একটি চিঠিতে লিখেছেন,’কলিউড মুসলমানদের মৌলবাদী হিসেবে দেখাচ্ছে । এখনও মুসলমানদেরকে সাম্প্রদায়িক সমস্যার মূল হিসেবে দেখানো হচ্ছে, এটা আপত্তিজনক ।’ সেই সঙ্গে তিনি লিখেছেন,’তামিল চলচ্চিত্রে প্রায়শই মুসলমানদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয় । ছবিতে মুসলিমদের বোমা ফাটানো এবং বন্দুক ছুড়তে দেখানো অত্যন্ত দুর্ভাগ্যজনক । এই ছবির (বিস্ট) দৃশ্যগুলো দেখলে মনে হয় শুধু মুসলমানরাই দেশের শান্তি ও সার্বভৌমত্বের ওপর আঘাত করছে ।’ তিনি বলেন, ‘২০১৫ সালের ভয়াবহ বন্যায় মুসলিম সংগঠনগুলোর ত্রাণ বিলির কথা কেউ ভুলতে পারবে না । ইসলামী সংগঠনের সদস্যরা করোনায় মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়া করেছে ।’ জীবনের পরোয়া না করে তাঁরা বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণের কাজ করে যাচ্ছে বলেও তিনি দাবি করেন ।
বিজয় তামিলনাড়ুতে ‘থ্যালাপতি’ নামে পরিচিত । ১৫০ কোটি টাকা বাজেটের তাঁর অভিনীত ‘বিস্ট’ ছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার ।ছবিতে দেখানো হয়েছে জঙ্গিরা চেন্নাইয়ের একটি বড় মল হাইজ্যাক করেছে । তারা বেশ কিছু সাধারণ মানুষকে পনবন্দী করে রেখে । তাদের উদ্ধারে নেমেছে বিজয়ের নেতৃত্বে সেনাবাহিনী । মুলত এটি অ্যাকশন থ্রিলার মুভি । হিন্দিতেও আসছে ছবিটি।বিজয় ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে,সেলভা রাঘবন, যোগী বাবু প্রমুখ । চলতি মাসের ১৩ তারিখে বিশ্বজুড়ে রিলিজ হয় থ্যালাপথি বিজয়ের ‘বিস্ট’ । কিন্তু ছবিতে ইসলামিক সন্ত্রাসের চিত্রায়নের কারণে উপসাগরীয় দেশ কুয়েত ছবিটির মুক্তি নিষিদ্ধ ঘোষণা করে দেয় । ফলে কর্মসুত্রে কুয়েতে বসবাসকারী অগনিত তামিলভাষী মানুষ যারা ছবিটি মুক্তি পাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষা করছিলেন তাঁদের বঞ্চিত হতে হয় । এখন কুয়েতের মতই এদেশেও ছবিটি নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেছে টিএনএমএল ।।
তথ্যসূত্র : ওপি ইন্ডিয়া ।