এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ এপ্রিল : প্রসূতির মৃত্যুর ঘটনায় পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের একটি বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখালো মৃতার পরিবারের লোকজন এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা । বিক্ষোভকারীরা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফেলতির অভিযোগ তুলেছেন। মঙ্গলবার বিকেল থেকে এনিয়ে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায় । ঘটনা ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । যদিও চিকিৎসার গাফেলতির অভিযোগ অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ ।
জানা গেছে,নিহত গৃহবধুর নাম সান্তনা ঘোষ(২৪)। মঙ্গলকোটের ইট্যা গ্রামে বাসিন্দা ওই গৃহবধূকে সন্তান প্রসবের জন্য গত সপ্তাহের বুধবার ভাতারের ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল । সিজার করে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয় এবং তাঁর বন্ধ্যাত্বকরনও করা হয় ।
শনিবার নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই গৃহবধূকে । কিন্তু মঙ্গলবার সকাল থেকে ওই মহিলা অসুস্থ অনুভব করলে পরিবারের লোকজন ফের তাঁকে ফের নার্সিংহোমে আনে । কিন্তু যে চিকিৎসক বধুর সিজার করেছিলেন তিনি এদিন নার্সিংহোমে আসেননি । তাই বধুকে বর্ধমানে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ । কিন্তু বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ।
জানা গেছে,পরিবারের লোকজন মাঝ রাস্তা থেকে ফিরে এসে নার্সিংহোমের সামনে মৃতদেহ ফেলে তুমুল বিক্ষোভ দেখতে শুরু করেন । কয়েকজন স্থানীয় বাসিন্দাও তাদের সঙ্গে যোগ দেয় । চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবি জানানো হয় । যদিও নার্সিংহোমের মালিক তন্ময় যশের কথায়,’চিকিৎসায় কোনও গাফেলতি ছিল না । ওই মহিলা হৃদরোগে মারা গেছেন । ময়নাতদন্ত করলেই বিষয়টি জানা যাবে ।’।