এইদিন ওয়েবডেস্ক,আগ্রা,০৫ এপ্রিল : উত্তরপ্রদেশের আগ্রার ইমলি ওয়ালি মসজিদের (Imli Wali Masjid) বাইরের রাস্তায় নামাজ পড়া নিয়ে আপত্তি জানালো অখিল ভারত হিন্দু মহাসভার কর্মীরা । সিন্ধি সম্প্রদায় দ্বারা পরিচালিত ওই মসজিদটি রয়েছে আগ্রার গুর কি মান্ডি(Gur Ki Mandi) এলাকায় । এতদিন সাধারণত মসজিতের সামনের রাস্তার ত্রিপল বিছিয়ে নামাজ পড়া হত । এনিয়ে হিন্দু মহাসভার তরফ থেকে আপত্তিও জানানো হয়েছিল । সংগঠনের তরফ থেকে এনিয়ে এমএম গেট থানার আধিকারিকদের কাছে দাবি তোলেন সড়কে নয়, মসজিদের ভেতরে নামাজ পড়তে হবে । আর আপত্তি সত্ত্বেও রাস্তায় নামাজ পড়লে ওই সময় হনুমান চালিসা পাঠ করার হুশিয়ারি দিয়েছিল সংগঠনের নেতারা ।
হিন্দু মহাসভার জেলা প্রধান রনক ঠাকুর বলেন, ‘নামাজের সময় দোকানগুলি চালাতে দেওয়া হয় না । রাস্তা অবরোধ করে নামাজ পড়ায় অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহন প্রায়ই আটকে যায় । ফলে সাধারণ মানুষের চরম অসুবিধা হয় ।’
জানা গেছে,রবিবার সন্ধ্যায় ইমলি ওয়ালি মসজিদের রাস্তায় যথারীতি নামাজ পড়া শুরু হলে হিন্দু সংগঠনের কর্মকর্তারা সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় আধিকারিকরা । আলোচনা শেষে অর্ধেক রাস্তা খালি করে যান চলাচল শুরু হয় ।
রনক ঠাকুর বলেন, ‘রাস্তার একপাশ পরিষ্কার থাকলে আমরা নামাজ পড়তে দিতে রাজি হয়েছি। আমাদের কর্মীরা প্রতিদিন সন্ধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখে যাবে । এরপরেও যদি রাস্তা অবরোধ করে নামাজ পড়া হয় তাহলে আমরা আবার প্রতিবাদ শুরু করব । কেউ পাবলিক স্পেস দখল করে দোকানদার ও যাত্রীদের অস্বস্তির কারণ হোক, এটা আমরা হতে দিতে পারি না ।’
অন্যদিকে মুসলিম সম্প্রদায় দাবি করেছে, যে তাঁরা বিগত 40 বছর ধরে মসজিদের বাইরে নামাজ পড়ে আসছেন । স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও রয়েছে । অতীতে নামাজ পড়া নিয়ে কোনো বিরোধ ছিল না । উল্লেখ্য, ইমলি ওয়াল মসজিদে তারাবিয়ানে অর্থাৎ সন্ধ্যার নামাজের সময় মাত্র পাঁচ দিনে কুরআনের সব আয়াত পড়া হয় । সেই কারণে প্রতিদিন প্রায় ১০ হাজার মুসলমান সন্ধ্যার নামাজের সময় নামাজ পড়তে আসেন বলে জানা গেছে ।।