এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৫ এপ্রিল : ফের হাতি মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ার জঙ্গলমহলে । মঙ্গলবার সকালে বাঁকুড়ার উত্তর বনবিভাগের রাধানগর রেঞ্জের বড়স্রোত জঙ্গলে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার করেছে বনদফতর । শাবকটির বয়স আনুমানিক ৬ মাস বলে জানা গেছে । তবে হাতি শাবকটির মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । ঠিক কি কারনে হাতিটির মৃত্যু হল তা জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে বাঁকুড়া উত্তর বনবিভাগের এডিএফও ডি. কে ঝার ।
প্রসঙ্গত,সম্প্রতি উত্তর বনবিভাগে পরপর দুটি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে । দুটি হাতির ক্ষেত্রেই মৃত্যুর কারন হিসাবে উঠে এসেছিল বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার ঘটনা । আর তার কাটতে না কাটতেই ফের হস্তিশাবকের মৃত্যুর ঘটনা ঘটল । মৃত হাতিটি দলের সাথেই ছিল বলে জানা গেছে । স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বেশ কিছুদিন ধরে প্রবল গরম পড়েছে । যার ফলে শুকিয়ে গেছে এলাকার প্রায় সিংহভাগ জলাশয়গুলি । আর ওই বাচ্ছা হাতিটি দীর্ঘক্ষণ জল না পেয়েই মারা গেছে। যদিও এই দাবি খারিজ করে দিয়ে এডিএফও ডি. কে ঝা বলেন, ‘এখানে জলের সমস্যা থাকলেও আশেপাশে জল আছে । তাই জলের কারনে শাবকটির মৃত্যু হয়নি । প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বাভাবিক কারনেই মৃত্যু হয়েছে ওই শিশু হাতিটির ।’ এদিকে পরপর হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।