দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ এপ্রিল : ট্রাক্টরের চালকের পাশের আসনে বসেছিল খালাসি । চলন্ত অবস্থায় কোনও ভাবে তিনি নিচে পড়ে যান । গুরুতর আঘাত লাগে তার । ততড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে আনা হয় । কিন্তু তার আগেই মৃত্যু হয় বছর আঠারোর ওই নাবালকের । মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর গ্রামের কাছে দূর্ঘটনাটি ঘটেছে । পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম অরিজিৎ দত্ত । মঙ্গলকোট থানার মাজিগ্রামে তার বাড়ি ।
জানা গেছে,হতদরিদ্র পরিবারের সন্তান ছিল অরিজিৎ । পারিবারিক অভাবের কারনে পড়াশোনা ছেড়ে ট্রাক্টরের খালাসির কাজে যোগ দিতে হয়েছিল তাকে । এদিন সকালে স্থানীয় এলাকা থেকে বালি বোঝাই করে কৈচর গ্রামে ট্রাক্টর খালি করতে গিয়েছিল । খালি করে ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক দূর্ঘটনাটি । চলন্ত ট্রাক্টর থেকে পড়ে মাথায় গুরুতর চোট পায় অভিজিৎ । স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে আনে । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।