প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ এপ্রিল : গনেশ পুজোর জন্য কন্টেনার চালক কম টাকা চাঁদা দিতে চাওয়ায় তাঁকে মারধোর করে জখম করার অভিযোগ উঠলো চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে। চাঁদা আদায়ের নামে সোমবার এই জুলুমবাজির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধানের কালনার জিউধারা রেলগেটের কাছে এসটিকেকে রোডের উপর ।কোচবিহার নিবাসী জখম কন্টেনার চালক মহম্মদ আসফাককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ।এই ঘটনা নিয়ে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ এদিন সন্ধ্যা পর্যন্ত তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।ঘটনার নিন্দা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিভিন্ন পরিবহন সংগঠন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কিছু ব্যক্তি গনেশ পুজো করার জন্য কালনার জিউধারা রেলগেটের কাছে এসটিকেকে রোড দিয়ে চলাচলকারী যানবাহন থামিয়ে এদিন চাঁদা তুলছিল। ব্যাঙ্গালোর থেকে মোটর বাইক বোঝাই করে নিয়ে গৌহাটি গামী কন্টেনারটি ওই সময়ে জিউধারা রেলগেটের কাছে এসে পৌছায়। চাঁদা আদায়কারীরা অন্যান্য গাড়ির মতো কন্টেনারটিকেও সেখানে দাঁড় করিয়ে চালকের কাছে চাঁদা চায়।কন্টেনার চালক মহম্মদ আসফাক জানান,খুচরো টাকা না থাকায় তিনি চাঁদা আদায়কারীদের ৫০০ টাকার একটি নোট দেন । তা থেকে চাঁদা বাবদ কিছু টাকা নিয়ে বাকি টাকা ফেরত দিতে বলেন । কিন্তু চাঁদা আদায়কারীরা কোন টাকা ফেরত দিতে না চাওয়ায় তিনি প্রতিবাদ করেন। মহম্মদ আসফাকফের অভিযোগ,’তখনই চাঁদা আদায় কারীদের দলে থাকা ৭-৮ জন তাঁকে কন্টেনার থেকে নামিয়ে বেপরোয়া মারধোর করে । এছাড়াও কন্টেনারেও সামনের কাঁচও ভেঙে দেয় । এমনকি তাঁর কাছে থাকা মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেয় ।’
চাঁদা নামে এমন জুলুমবাজি দেখে এসটিকেকে রোড দিয়ে চলাচলকারী যানবাহন চালকরা এদিন ক্ষোভে ফেটে পড়েন । একের পর এক ট্রাক ও লরি ঘটনাস্থল এলাকায় সড়ক পথের উপর দাঁড়িয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ক্ষোভ বিক্ষোভ সামাল দিয়ে এসটিকেকে রোডে যানবাহন চলাচল স্বাভাবিক করে । পরে ঘটনা নিয়ে থানায় অভিযোগ জমা পড়লে পুলিশ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ।।