এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ এপ্রিল : কপালে টিপ পড়ায় কলেজ শিক্ষিকাকে হেনস্থা ও বাইক চাপা দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবলের নাজমুল তারেককে বরখাস্ত করা হল । অভিযোগকারী শিক্ষিকার নাম লতা সমাদ্দার । তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষকতা করেন । শনিবার সকালে রিক্সায় চড়ে কলেজে যাওয়ার পথে ঢাকার ফার্মগেটে সেজান পয়েন্ট বিল্ডিংয়ের সামনে নাজমুল তারেককে তাঁকে আটকে টিপ পরার অপরাধে অকথ্য ভাষায় গালিগালাজ করে । প্রতিবাদ করলে লতাদেবীকে সে বাইক চাপা দিয়ে মেরে ফেলারও চেষ্টা করে । ঘটনার পর তিনি অভিযুক্তের বাইকের নম্বর জানিয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় এনিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বাংলাদেশ ছাড়িয়ে খবর চলে আসে ভারতেও । ঘটনার তীব্র নিন্দা জানায় সকলে । রবিবার এনিয়ে বাংলাদেশের সংসদে সরব হতে দেখা যায় সাংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে । তিনি দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানান । শেষে নড়েচড়ে বসে বাংলাদেশ পুলিশ । বাইক নম্বরের সুত্র ধরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত নাজমুল তারেক পুলিশের কনস্টেবল পদে কর্মরত । তিনি পুলিশ লাইনে থেকে তিনি ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন । তার বাড়ি যশোরে । সোমবার বিকেলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঢাকায় সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন,টিপ পরায় কলেজ শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে বরখাস্ত করা হয়েছে ।।