এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ এপ্রিল : রাজ্যের মাথা হেঁট করে দেওয়ার মত একটি ঘটনা সামনে এসেছে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে । একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । ভিডিওটিতে দেখা গেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি একটি চেয়ারে বসে রয়েছেন । পিছনেই রয়েছে কলেজের অস্ত্রধারী নিরাপত্তারক্ষী । উপাচার্যকে ঘিরে ধরে আছেন বেশ কয়েকজন যুবক । তাঁরা উপাচার্যকে ছাপার অযোগ্য ভাষায় গালিগাজ করছে । উপাচার্যকে নিয়ে মস্তকরাও করতে দেখা গেছে । নিরুপায় উপাচার্য ডান হাত মুখের কাছে জড়ো করে রেখে অসহায়ের মত সব কিছু শুনে যাচ্ছেন ।
স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের সুত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলাবাজি, বিশৃঙ্খলা সৃষ্টিসহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় আলিয়া বিশ্ববিদ্যালয়য়ের টিএমসিপির প্রাক্তন ইউনিট সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে । আর সেই রাগেই তিনজন বহিরাগতকে নিয়ে সোজা উপাচার্যের ঘরে ঢুকে কার্যত তাণ্ডব চালায় ওই ছাত্রনেতা । উপাচার্যকে চড় মারার হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি দিতে দেখা যায় তাঁকে । এমনকি ‘বাবারে আবার ঢেকুর !’ ‘খেয়েছিস আবার বিরিয়ানি’ উপাচার্যের উদ্দেশ্যে প্রভৃতি কথা বলে মস্করাও করতে দেখা যায় ।
উপাচার্যের উদ্দেশ্যে একজনকে বলতে শোনা গেছে, ‘আলিয়াটা মুসলিমদের,এত এত টাকা ঢোকে । আলিয়ার বেহাল অবস্থা কে করেছে ? আলিয়ার বেহাল অবস্থার জন্য তুই দায়ি ##(ছাপার অযোগ্য ভাষা) । তুই আলিয়াটাকে শেষ করেছিস ##(ছাপার অযোগ্য ভাষা) । আলিয়াকে তো খেলি ভালো মত । আলিয়াকে তো আঁটি করে দিয়েছিস ।’
উপাচার্যের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে তৃণমূলের ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে বলতে দেখা গেছে,
‘নাহলে দুটো গালে চড়িয়ে দেব। বাঁদর চড়ানো করব । আমার চড় প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করবি ।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে,উপাচার্য নিজের ফোন নেওয়ার চেষ্টা করলে তাঁকে নিতে দেওয়া হয়নি । এমনকি ফোন ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় ।
উপাচার্য মহম্মদ আলির অভিযোগ, পুলিশকে ফোন করেও কোনো লাভ হয়নি । এদিকে পুরনো ছাত্রদের কাছ থেকে এহেন বর্বরোচিত আচরণে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য । তাঁকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয় । তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । উপাচার্যের সঙ্গে ছাত্রদের এই প্রকার ঘৃণ্য আচরণের ভিডিও ভাইর্যাল হতে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে । রাজ্যপাল জগদীপ ধনখড় ঘটনার বিষয়ে জানতে রাজ্যের মুখ্য সচিবকে সোমবার তলব করেছেন ।।