দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৩ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলকোট ও কেতুগ্রামের সীমান্তবর্তী এলাকায় অজয় নদে বালি তোলার সময় জেসিবি মেশিন উলটে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল চালকসহ ২ জনের । নিহতদের নাম বালক থাণ্ডার(৩২) ও রেন্টু শেখ(২৯) । তাঁদের বাড়ি যথাক্রমে কেতুগ্রাম থানাত নারেঙ্গা গ্রাম ও বীরভূম জেলার কীর্ণাহার থানার পাটনীল গ্রামে । দূর্ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা মৃতদেহ দুটি আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের অভিযোগ, অপরিকল্পিত ও বেআইনিভাবে বালি উত্তোলনের কারনেই এই দূর্ঘটনাটি ঘটেছে । তাঁরা মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তোলেন । বেশ কিছুক্ষন বিক্ষোভ চলার পর পুলিশ গিয়ে বালি ঘাটের ইজারাদার ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ।
জানা গেছে,মঙ্গলকোট থানার মালিয়ারা গ্রাম ও কেতুগ্রাম থানার নারেঙ্গা গ্রামের মাঝ বরাবর প্রবাহিত হয়েছে অজয়নদ । নারেঙ্গা গ্রামের দিকে রয়েছে একটি বৈধ বালিঘাট । এদিন ওই বালিঘাটের ইজারাদার দুটি জেসিবি মেশিন দিয়ে মালিয়ারা গ্রামের দিকে অজয় নদের চর থেকে বালি তোলাচ্ছিলেন । তার মধ্যে একটি জেসিবি চালাচ্ছিলেন রেন্টু শেখ । তাঁর পাশে বসেছিলেন বালক থাণ্ডার । রেন্টু নদীর চরের যে জায়গা থেকে বালি তুলছিলেন ইতিপূর্বে সেখান থেকে বালি তোলা হয়েছিল । ফলে সৃষ্টি হয়েছিল গভীর গর্তের । কিন্তু সেটা জানতেন না রেন্টু । ফলে বালি তুলতে তুলতে গভীর গর্তে চাকা ঢুকে উলটে যায় জেসিবি মেশিনটি । আর মেশিনের একাংশের নিচে চাপা পড়ে যান চালক ও তাঁর সঙ্গী । বাকি লোকজনরা তড়িঘড়ি মেশিন তুলে দু’জনকে উদ্ধার করে । কিন্তু তার আগেই তাঁদের মৃত্যু হয় । আর এই খবর চাওড় হতে আশপাশের গ্রাম থেকে লোকজন জড়ো হয়ে মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।।