এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৩ এপ্রিল : দুই বহিরাগত যুবক কলেজের হোস্টেল চত্বরে ঢুকে প্রকাশ্যে ধুমপানের পাশাপাশি ছাত্রীদের প্রতি কটুক্তি করছিল বলে অভিযোগ । আর তার প্রতিবাদ করেছিলেন কলেজের ছাত্ররা । তা ঘিরে দু’পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল চত্বরে । বহিরাগতের মারে গুরুতর জখম হয়েছেন । প্রভাকর বেরা ও সাগর দাস নামে দুই আবাসিক ছাত্র । তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটিতে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় তিন বহিরাগতকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,রবিবার দুপুরের দিকে দুই বহিরাগত যুবক বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল চত্বরে ঢুকে প্রকাশ্যে ধুমপান করছিল । কিছুটা পাশেই দাঁড়িয়ে ছিলেন কয়েকজন আবাসিক ছাত্রী । ওই দুই বহিরাহত যুবক ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ভাষায় কটুক্তি করছিল বলে অভিযোগ । আর তা থেকেই ঝামেলার সুত্রপাত।
জানা গেছে, ছাত্রীরা হোস্টেলে এসে বিষয়টি জানালে কয়েকজন ছাত্র গিয়ে প্রতিবাদ করে । এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেধে যায় । এদিকে খবর পেতেই আরও কিছু বহিরাগত জুটে যায় । তারা দলে ভারী হওয়ায় এক তরফা মার খায় কলেজের ছাত্ররা । দুই ছাত্র গুরুতর আহত হয় । খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । হোস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি কলেজ ও উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । অন্যদিকে বহিরাগতদের দাবি,হোস্টেল সংলগ্ন এলাকায় চা পান করার সময় আচমকাই হোস্টেলের আবাসিক ছাত্ররা তাদের উপর চড়াও হয়ে মারধর করেছে ।।