এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),০৩ এপ্রিল : মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল মালদা জেলার চাঁচল থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোজাম্মেল হক ও শফিকুল আলম ।রবিবার ধৃতদের চাচল মহকুমা আদালতে পাঠানো হয়। জানা গেছে,ধৃতদের মধ্যে প্রথমজন কংগ্রেস ও দ্বিতীয়জন সিপিএমের কর্মী । দলীয় কর্মীদের গ্রেফতারি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুই দলের নেতৃত্ব ।
জানা গেছে,সম্প্রতি কংগ্রেস কর্মী মোজাম্মেল হক এবং সিপিএমের কর্মী শফিকুল আলম নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একই ধরনের একটি করে ছবি পোস্ট করেছিলেন । আর তার ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ । তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই দুই ব্যক্তি । অভিযুক্তদের শাস্তির দাবি জানায় তৃণমূলের ছাত্র সংগঠন । অভিযোগ পেতেই শনিবার রাতে চাঁচলের বাসিন্দা অভিযুক্ত মোজাম্মেল হক এবং শফিকুল আলমকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । ঘটনার কথা চাওড় হতেই ওই দু’জনের মুক্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখায় দুই দলের নেতা ও কর্মীরা ।
কংগ্রেসের চাঁচল ১ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান বলেন, ‘ওটি আদপেই মুখ্যমন্ত্রীর ছবি নয় । ওটি একটি কার্টুন । সুপ্রিম কোর্ট জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় কার্টুন শেয়ার করতে কোনও অসুবিধা নেই । আর দেশের সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ উপেক্ষা করেই আমাদের দলের নেতা মোজাম্মেলকে গ্রেপ্তার করেছে পুলিশ ।’
অন্যদিকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস বলেন,’সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করা হয়েছে । সেখানে নির্দিষ্ট কারোর নাম নেই,কারো ছবি নেই । অথচ পুলিশ ধরে নিচ্ছে ওটা মুখ্যমন্ত্রীরই ছবি । পুলিশ তৃণমূলের দলদাসে পরিনত হয়েছে । আর নেতাদের খুশি করতে এই ধরনের কান্ড ঘটাচ্ছে । অবিলম্বে ওই দু’জন মুক্তি দিতে হবে,নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’
মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলামের কথায়,’মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে তাতে কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস ও সিপিএম কর্মীরা । আমরা এর তীব্র ধিক্কার জানাই । কংগ্রেস আর সিপিএম এর কিছু করার মুরদ নেই তাই এই ধরনের কাজকর্মে লিপ্ত হচ্ছে ।’।