এইদিন ওয়েবডেস্ক,করৌলি(রাজস্থান),০৩ এপ্রিল : শনিবার রাজস্থানের করৌলি(Karauli) জেলা শহরের হাটওয়ারা বাজারের(Hatwara Bazar) মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যাওয়ার সময় হিন্দু নববর্ষ(Hindu New Year) উপলক্ষে আয়োজিত একটি বাইক র্যালিতে হামলার পর শহর জুড়ে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়েছে । দুষ্কৃতীরা র্যালি লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছোড়ে,সেই সঙ্গে এক ডজনেরও বেশি দোকান ও তিনটি বাইকে আগুন ধরিয়ে দেয় । বহু মানুষ আহত হয় । আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে খবর । সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলে বাজার বন্ধ করে দেওয়া হয় এবং শহরে কারফিউ জারি করা হয় ।
করৌলি জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, জেলা জুড়ে ২ এপ্রিল থেকে ৩ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । করৌলিতে হিংসার ঘটনায় রাজ্যপাল কালরাজ মিশ্র পুলিশের মহাপরিচালক এমএল ল্যাদারের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগনের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ।
উল্লেখ্য,চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিকে জাতীয় পঞ্জিকা অনুসারে ভারতীয় নববর্ষের প্রথমদিন হিসাবে মনে করা হয় । ওই দিনে বর্ষ প্রতিপদ উৎসব পালন করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলি । শনিবার ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি । সেই উপলক্ষে রাজস্থানের করৌলি একটি বাইক র্যালি বের করা হয়েছিল ।
পুলিশ সুত্রে খবর,র্যালিটি হাটওয়ারা বাজারের মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় দুষ্কৃতীরা র্যালি লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । অন্তত একটি বাইক এবং একটি দোকান আগুন ধরি দেয় । আর এই ঘটনার পর ব্যপক উত্তেজনার সৃষ্টি হয় । পরে আরও কিছু বাইক ও দোকানে আগুন ধরানো হয় । হামলায় পুলিশসহ মোট ৪৩ জন আহত হয়েছেন বলে খবর । সবাইকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুষ্পেন্দ্র নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । তাকে জয়পুরে রেফার করা হয়েছে । এমনকি আহতদের কারোর শরীরে ছুরির আঘাতের চিহ্নও রয়েছে বলে জানা গেছে । যদিও ছুরির আঘাতের বিষয়ে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি ।
ঘটনার খবর পেতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোন জেলা কালেক্টর ডঃ মোহনলাল যাদব,এসপি শৈলেন্দ্র সিং ইন্দাউলিয়া । ঘটনাস্থলসহ স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে । পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইনশৃঙ্খলা) হাওয়া সিং ঝুমারিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত দাঙ্গায় জড়িত প্রায় আড়াই ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে । পরিস্থিতি মোকাবিলায় বাইরে থেকে প্রায় ৬০০ অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে করৌলিতে । তিনি বলেন, ‘আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে কোনও পরিস্থিতিতেই যেন দুর্বৃত্তরা রেহাই না পায় । ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সেই সঙ্গে শতভাগ কারফিউ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারকে ।’
এদিকে করৌলির এই ঘটনার জন্য কংগ্রেস সরকারের তোষণ নীতিকে দায়ি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া । এমনি রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধীদের আড়াল করারও অভিযোগ তুলেছেন তিনি । অবিলেম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সতীশ পুনিয়া । একই দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে । তিনি বলেন, ‘নব বৎসর উদযাপন সমাবেশে বিরোধী মানসিকতার লোকদের দ্বারা আক্রমণের তীব্র নিন্দা জানাই । শান্তিপ্রিয় রাজস্থানে বিদ্বেষী মানসিকতা বৃদ্ধি পেতে দেওয়া যাবে না । প্রশাসনের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ।’।