এইদিন ওয়েবডেস্ক, হরিশ্চন্দ্রপুর (মালদা), ০১এপ্রিল : প্রকাশ্য দিবালোকে পেট্রোল পাম্পে ডাকাতির চেষ্টা করল তিন সশস্ত্র দুষ্কৃতী । যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শেষ পর্যন্ত তারা পালিয়ে যায় । শুক্রবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডী এলাকায় একটি পেট্রোল পাম্পের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । আর দুঃসাহসিক এই ডাকাতির চেষ্টার ঘটনাটি রেকর্ড হয়ে গেছে পেট্রোল পাম্পের ক্যামেরায় । ওই ফুটেজের সুত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
কাপাইচন্ডীর ওই পেট্রোল পাম্পের মালিক তুলসিহাটার বাসিন্দা জনৈক বিনোদ গুপ্তা নামে এক ব্যবসায়ী বলে জানা গেছে । তাঁর পেট্রোল পাম্পের তিন নম্বর সিসিটিভি ক্যামেরায় ডাকাতির চেষ্টার ঘটনাটি রেকর্ড রয়েছে ৷ ভিডিও ফুটেজে অনুযায়ী ঘড়িতে তখন সকাল ১১ টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড । কাউন্টারে কাজে ব্যস্ত পেট্রোল পাম্পের দুই কর্মী । সেই সময় আগ্নেয়াস্ত্র হাতে কাউন্টারে ঢুকে পড়ে ৩ দুষ্কৃতি । দুষ্কৃতীদের মাথায় টুপি,মুখ ঢাকা । তিন জনেরই অল্প বয়স ৷ দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কিছু বললে পাম্পের দুই কর্মী ভয়ে কাউন্টারের দ্বিতীয় গেট দিয়ে পালিয়ে যান । তারপর দুষ্কৃতীরা প্রায় এক মিনিট ধরে লুটপাট চালানোর চেষ্টা করে ।
পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ :
জানা গেছে,ইতিমধ্যে পেট্রোল পাম্পের দুই কর্মী গিয়ে আশপাশের লোকজনকে ঘটনার কথা বলে । বেশ কিছু মানুষ জড়ো হয়ে যায় । তখন বেগতিক বুঝে বাইকে চড়ে চম্পট দেয় তারা । পালানোর সময় স্থানীয়দের উদ্দেশ্য দুষ্কৃতীরা ৪ রাউন্ড গুলিও ছোড়ে বলে খবর । তবে কেউ আহত হননি । পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর এলাকায় একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে দুষ্কৃতীদের লুটপাট চালিয়েছিল । এযাবৎ ওই ঘটনার কোনও কিনারা করতে পারেনি পুলিশ । তার জের কাটতে না কাটতেই ফের দিনে দুপুরে ডাকাতির চেষ্টায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ।।