এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),০১ এপ্রিল : শুক্রবার থেকে ১২০০ বেসরকারি নিরাপত্তারক্ষীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে । ছাঁটাই হওয়া সহকর্মীদের কাজে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখালো ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সংগঠন । এদিন সকাল প্রায় সাতটা থেকে সোনপুর বাজারি খোলামুখ খনি, ডালুরবাধ সাইডিংয়ের ইসিএলের পরিবহন ব্যবস্থা বন্ধ করে তুমুল বিক্ষোভ দেখালো পাণ্ডবেশ্বর এরিয়ার ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীরা । তাঁরা ছাঁটাই হওয়া নিরাপত্তারক্ষীদের কাজে পুনর্বহালের দাবি তোলেন । দাবি না মানা হলে বিক্ষোভ অব্যাহত থাকবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন ।
জানা গেছে, শ্রীপুর,সোনপুর বাজারি, ঝাঁঝড়া,কেন্দা মিলে ইসিএলের মোট ৮ টা এরিয়ার প্রায় ১২০০ নিরাপত্তারক্ষীকে এদিন থেকে কাজে না আসার জন্য নোটিশ করেছে ইসিএল কর্তৃপক্ষ । ফলে ছাঁটাই হওয়া নিরাপত্তারক্ষীরা পরিবার নিয়ে কার্যত পথে বসেছেন । পান্ডবেশ্বরে তৃণমূল সমর্থিত নিরাপত্তারক্ষীদের সংগঠনের সম্পাদক রাজেশ রায় বলেন, ‘আমরা ২০০৫ সাল থেকে এযাবৎ কাজ করে আসছি । এখন হঠাৎ করে চাকরি চলে গেলে আমরা কোথায় যাবো ? আমাদের পরিবারের অন্ন সংস্থান কিভাবে হবে ? যদিও আমাদের খনি এলাকার নিরাপত্তা রক্ষীদের এখনও কাজ আছে । কিন্তু যা পরিস্থিতি তাতে যে কোনও সময়ে আমাদেরও চাকরি চলে যেতে পারে । তাই আমাদের দাবি ছাঁটাই হওয়া নিরাপত্তা রক্ষীদের ফের কাজে পুনর্বহাল করা হোক ।’
বলবীর নামে এক নিরাপত্তা রক্ষীর কথায়, ‘পুনর্বহালের দাবিতে যাতে আন্দোলন সংগঠিত না হতে পারে তাই পরিকল্পনা করে ধাপে ধাপে বেসরকারি নিরাপত্তারক্ষীদের ছাঁটাই করছে ইসিএল কর্তৃপক্ষ । আমাদেরও যেকোনও সময় কাজ চলে যেতে পারে । তাই আমরা এদিন ইসিএলের ৮ টি এরিয়ার বেসরকারি নিরাপত্তারক্ষীরা একসঙ্গে আন্দোলনে নেমেছি ।’।