দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক মহিলা । ধৃতের নাম আমিনা বেওয়া । পুলিশ জানিয়েছে, নদীয়া জেলার নবদ্বীপের মায়াপুরের মোল্লাপাড়ার বাসিন্দা ওই মহিলাকে বৃহস্পতিবার রাতে দাঁইহাট থেকে তাকে ধরা হয়েছে । ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে । প্রাথমিক জেরায় ওই মহিলা কবুল করেছেন, তিনি আগ্নেয়াস্ত্রটি কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা এলাকার বাসিন্দা অস্ত্র কারবারি জালাল শেখকে দিতে যাচ্ছিলেন । একথা শুনে কাল বিলম্ব না করে গাঙ্গুলিডাঙ্গায় অভিযান চালিয়ে জালাল শেখকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,পুলিশের খাতায় একজন কুখ্যাত দুষ্কৃতী বলে চিহ্নিত জালাল । সে অসামাজিক কাজকর্মের পাশাপাশি বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত বলে জানিয়েছে পুলিশ । শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে খবর,বৃহস্পতিবার নদীয়ার মাটিয়ারি ঘাট থেকে ভাগিরথী পেড়িয়ে কাটোয়ায় আসেন আমিনা বেওয়া নামে ওই মহিলা । রাতের দিকে তিনি কাটোয়ায় ভাগীরথীর ঘাট থেকে দাঁইহাট শহরগামী রাস্তা ধরে যাচ্ছিলে । তখন ওই রাস্তাতেই টহলদারি চালাচ্ছিল দাঁইহাট ফাঁড়ির পুলিশের একটি টহলদারি ভ্যান । আচমকা পুলিশের গাড়ি দেখে থতমত খেয়ে যান ওই মহিলা । সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । কিন্তু মহিলার অসংলগ্ন কথাবার্তা শুনে মহিলা পুলিশ কর্মীর সাহায্যে তল্লাশি চালানো হয় । আর তখনই মহিলার কোমড়ের শাড়ির ভাঁজ থেকে উদ্ধার হয় গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র । পুলিশের অনুমান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর লাগাতার অভিযানের জেরে অস্ত্র পাচারে এবার মহিলাদের কাজে লাগানো হচ্ছে । এই বেআইনি অস্ত্র পাচার কারবারে যুক্ত বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ ।।