প্রদীপ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান,০১ এপ্রিল : নদীয়া জেলার এক দুষ্কৃতীকে বিপুল পরিমানে বোমা ও অস্ত্রসহ গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম শেখ নাজের । তাঁর বাড়ি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার হাঁটগাছা গ্রামে । বৃহস্পতিবার রাতে বর্ধমান শহরের লাকুড্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান, তিনটি ওয়ান শাটার পিস্তল, ৮ টি কার্তুজ এবং তিনটি প্লাস্টিক ব্যাগে প্রায় ৩৪ টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় ।
জেলা পুলিশের সূত্রে খবর, ওই বিপুল পরিমান বোমা ও আগ্নেয়াস্ত্র পাচারের মতলবে লাকুড্ডি এলাকার একটি চালকলের পিছনের ফাঁকা মাঠে অপেক্ষা করছিল শেখ নাজের । পুলিশ সোর্স মারফত খবর পেয়ে যায় । সঙ্গে সঙ্গে সেখানে হানা দেয় বর্ধমান থানার পুলিশের একটি দল । পুলিশ ফাঁকা মাঠের মধ্যে ওই দুষ্কৃতীকে ঘিরে ফেলে । তারপর তাকে বোমা অস্ত্রসহ হাতেনাতে পাকড়াও করে পুলিশ । উল্লেখ্য,দিন কয়েক আগে শহরের খাগড়াগড় এলাকায় থেকে অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল বর্ধমান থানার পুলিশ । ফের প্রচুর পরিমানে বোমা ও অস্ত্রসহ এক দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ জানিয়েছে,ধৃত দুষ্কৃতীরা কোথা থেকে ও কি উদ্দেশ্যে অস্ত্রসস্ত্র সংগ্রহ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।।