🌺 “ভগবান ও মানুষে, সাধু ও পাপীতে প্রভেদ কিসে ?কেবল অজ্ঞানে । এই অজ্ঞানেই প্রভেদ হয় । সর্বোচ্চ মানুষ এবং তােমার পদতলে অতি কষ্টে বিচরণকারী ঐ ক্ষুদ্র কীটের মধ্যে প্রভেদ কীসে ? অজ্ঞানই এই প্রভেদ করিয়াছে । কারণ অতি কষ্টে বিচরণশীল ঐ ক্ষুদ্র কীটের মধ্যেও অনন্ত শক্তিজ্ঞান ও পবিত্রতা—এমনকি সাক্ষাৎ অনন্ত ব্রহ্ম রহিয়াছেন । এখন উহা অব্যক্তভাবে রহিয়াছে—উহাকে ব্যক্ত করিতে হইবে । ভারত জগৎকে এই এক মহাসত্য শিখাইবে, কারণ ইহা আর কোথাও নাই । ইহাই আধ্যাত্মিকতা—ইহাই আত্মবিজ্ঞান ।”