দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান,৩০ মার্চ : বাড়ির রঙ করা নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে অভিমানে আত্মঘাতী হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাঁধমুড়া গ্রামের বাসিন্দা দশম শ্রেণীর এক ছাত্রী । মঙ্গলবার বিকেল নাগাদ বাড়িতে রাখা কীটনাশক পান করে সানিয়া খাতুন(১৬) নামে ওই ছাত্রী । বুঝতে পেরে তাকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন । কিন্তু রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । বুধবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় ।
জানা গেছে,কাটোয়ার বাঁধমুড়া গ্রামের বাসিন্দা হাসান শেখ ও হেনা বিবির দুই মেয়ের মধ্যে বড় সানিয়া । সানিয়া কাটোয়ার পঞ্চাননতলা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল । হাসান শেখ ভিন রাজ্যে কাজ করেন । তিনি একটি নতুন বাড়ি তৈরি করেছেন । সেই কারনে মাস খানেকের ছুটিতে বাড়ি এসেছেন ।
হাসান শেখ বলেন, ‘দু’তলার প্লাস্টারের কাজ শেষ হয়ে গেছে । এবার রঙ করার প্রস্তুতি নিচ্ছিলাম । আর তা নিয়ে সোমবার বাড়িতে আলোচনা হচ্ছিল । আমি চাইছিল সবুজ রঙ করতে । কিন্তু আমার বড় মেয়ে সানিয়ার ইচ্ছা ছিল গোলাপি রঙ করার । এনিয়ে মেয়ের সঙ্গে আমার তর্কাতর্কিও হয় । যদিও শেষ পর্যন্ত আমি মেয়ের ইচ্ছাতেই সম্মতি দিয়েছিলাম । কিন্তু মেয়ে যে এমন কাজ করবে স্বপ্নেও কল্পনা করিনি ।’
পরিবার সুত্রে জানা গেছে,সোমবার বাবার সঙ্গে তর্কাতর্কির পর চুপচাপ হয়ে যায় সানিয়া । যদিও এটা সাময়িক মনে করে সেভাবে কেউ গুরুত্ব দেয়নি । কিন্তু মঙ্গলবার বিকেলের দিকে সে বাড়িতে রাখা কীটনাশক ওষুধ পান করে । কিছুক্ষণের মধ্যেই বমি শুরু হয় । সানিয়াকে ছটফট করতে দেখে পরিবারের লোকজন তার কাছে যেতেই মুখ থেকে কীটনাশকের ঝাঁঝালো গন্ধ নাকে আসে । তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । মর্মান্তিক এই ঘটনার শোকস্তব্ধ পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ।।