এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,২৫ ডিসেম্বর : বসবাসের ঘর বা দোকানঘর করার উদ্দেশ্যে বন দপ্তরের জায়গা জবরদখল করে কাঠামো তৈরি করে রেখে দেওয়া হয়েছিল । শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার বেলেমাঠ গ্রামের কাছে ভুয়েরা থেকে মানকর যাওয়ার রাস্তার দু’ধারের ওই সমস্ত অবৈধ কাঠামোগুলো সরিয়ে দিল বনদপ্তর । বন দফতরের আউশগ্রাম বিট অফিসার আসরাফুল ইসলাম বলেন,’আমরা অভিযোগ পাওয়ার পর সরেজমিনে খতিয়ে দেখি। তারপর
বেআইনিভাবে তৈরি করা ওই সমস্ত কাঠোমোগুলি সরিয়ে দিয়ে সরকারি জমি ফাঁকা করে দেওয়া হয়েছে। ফের যাতে এই ঘটনা না ঘটে তার জন্য আমরা নজর রাখছি ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে আউশগ্রামের ভূয়েরা থেকে মানকর যাওয়ার রাস্তায় দুধারে বন দফতরের জমিতে বসবাসের ঘর বা দোকানপাট করার উদ্দেশ্যে খুঁটি পুঁতে দখল নিতে শুরু করে দিয়েছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ । বেলেমাঠ এলাকায় সড়কপথের দু’ধারের প্রায় এক কিলোমিটার অংশ এভাবে খুঁটি পোঁতা হয়েছিল বলে জানা গেছে । তার মধ্যে একটি ঘর পাকাপাকিভাবে তৈরি করা হয়েছিল । শুক্রবার খবর পেয়ে ওই সমস্ত অবৈধ কাঠামোগুলি সরিয়ে দেয় বনদপ্তর । সেই সঙ্গে ওই ঘরের মালিককে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে বলে জানা গেছে ।।