এইদিন ওয়েবডেস্ক,মস্কো,৩০ মার্চ : ‘বন্ধু নয়’ এমন দেশগুলোকে রুবলে গ্যাস বিক্রির নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । একথা জানিয়ে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে তার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে । বৃহস্পতিবারের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে ।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এরপর থেকে বন্ধু নয় এমন দেশগুলোকে রাশিয়ার গ্যাস কিনলে রুবলেই কিনতে হবে ।
প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের পর পশ্চিমাদেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে ।এতে করে রাশিয়ান মূদ্রা রুবলের মান পড়ে যায় ।কিন্তু গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন রুবলে গ্যাস বিক্রির নির্দেশ দেওয়ার পরেই হঠাৎ করেই রুবলের মান ভালো হতে শুরু করে । সেই কারনে ‘বন্ধু নয়’ এমন দেশগুলোর কাছে রুবলেই গ্যাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ।
দিমিত্রি পেসকোভ বলেন, ‘পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তারই প্রভাবে আন্তর্জাতিক বাজারে নতুনত্ব আনতে হচ্ছে । কেউ ফ্রিতে গ্যাস দেবে না । এটি অসম্ভব । আর আপনি গ্যাসের দাম দিতে পারবেন শুধুমাত্র রুবলে । আমরা পশ্চিম ইউরোপে বিনামূল্যে গ্যাস পাঠাবো না ।’।