এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,৩০ মার্চ : বুধবার
মধ্য কাশ্মীরের শ্রীনগর জেলার রায়নাওয়ারি (Rainawari)এলাকায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি । পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের নাম রাইস আহমেদ ভাট(Rayees Ahmad Bhat)এবং হিলাল আহমেদ রাহ(Hilal Ahmad Rah) । মৃতদের মধ্যে রাইস অনন্তনাগে ‘ভ্যালিনিউজ সার্ভিস’ (Valley News Service) নামে একটি অনলাইন নিউজ পোর্টাল চালাতেন । তিনি ২০২১ সালে সন্ত্রাসবাদী দলে যোগ দিয়েছিলেন । অপরাধমূলক কাজকর্মের জন্য ইতিমধ্যেই তার বিরুদ্ধে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । অন্যদিকে দ্বিতীয়জন দক্ষিন কাশ্মীরের বিজবেহারার(Bijbehara) বাসিন্দা । নিহত দুই জঙ্গিই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈয়বা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এর সঙ্গে যুক্ত ছিল । দু’জনেই পুলিশের খাতায় ‘সি’ ক্যাটাগরির জঙ্গি হিসেবে চিহ্নিত ছিল বলে জানিয়েছে পুলিশ ।
জানা গেছে,নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সুত্র থেকে খবর আসে রায়নাওয়ারি এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে দুই ওই জঙ্গি । বুধবার ভোরে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি দল সেখানে অভিযান চালায় । জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে । পালটা গুলি চালায় নিরাপত্তাবাহিনী । বেশ কিছুক্ষন গুলির লড়াইয়ের পর দুই জঙ্গি নিহত হয় । নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে,নিহত দুই জঙ্গিই জম্মু ও কাশ্মীরে সাধারণ মানুষকে খুনসহ বেশ কয়েকটি সন্ত্রাসী অপরাধে জড়িত ছিল ।।