এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,২৫ ডিসেম্বর : এক তৃণমূল কর্মীর ধানের গাদায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মঙ্গলকোট ব্লকের পালিগ্রাম অঞ্চলের বারগ্রামে । অগ্নিকান্ডের জেরে প্রায় ৩৫ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিশ্বজিৎ ঘোষ নামে ওই তৃণমূল কর্মী । যদিও এই অভিযোগ মানতে চাননি স্থানীয় বিজেপি নেতৃত্ব ।
স্থানীয় সূত্রে গেছে, বারগ্রামের বাসিন্দা পেশায় কৃষক বিশ্বজিৎ ঘোষ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত । তাঁদের বেশ কিছুটা পারিবারিক জমিতে চাষবাস রয়েছে । জমি থেকে আমন ধান তোলার পর তাঁদের খামারবাড়িতে গাদা করে রাখা হয়েছিল । এছাড়া দু’জন ভাগ চাষির জমির ধানও খামারবাড়িতে আলাদা করে গাদা করে রেখে দিয়েছিলেন বিশ্বজিৎবাবুরা । তাঁদের খামারবাড়িতে মোট চারটি গাদা করা হয়েছিল বলে জানা গেছে ।
বিশ্বজিৎ ঘোষ বলেন, “বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ একজন ফোন করে জানান আমাদের খামারে ধানের গাদাগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই । পাড়ার লোকজনদের ডাকাডাকি করি । এরপর প্রতিবেশীরা এসে জল ঢেলে আগুন নেভায় । কিন্তু তার আগেই ৩৫ বিঘা জমির ধান নষ্ট হয়ে যায় । যার মুল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা ।’ তাঁর অভিযোগ, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই এই কাজ করছে বলে আমাদের সন্দেহ ।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির মঙ্গলকোট ৪৯ মণ্ডল সভাপতি সমীর কুমার দাস । তিন বলেন, ‘বিজেপি একটা সর্বভারতীয় দল । এই ধরনের নোংরা রাজনীতি আমরা করি না । এলাকাবাসীর সহানুভুতি পাবার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল ।’
এদিন এনিয়ে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক বিশ্বজিৎ ঘোষ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।