এইদিন ওয়েবডেস্ক,পাটনা,২৯ মার্চ : বিহারের রাজধানী পাটনায় শাসকদল জেডিইউ নেতা দীপক কুমার মেহতাকে গুলি করে খুন করে পালালো দুষ্কৃতীরা । নিহত জেডিইউ নেতা দানাপুর পৌরসভার সহ-সভাপতি ছিলেন । দানাপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন । জেডিইউয়ের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান উপেন্দ্র কুশওয়াহার ঘনিষ্ঠ ছিলেন নিহত নেতা দীপক কুমার । এমনকি তিনি উপেন্দ্র কুশওয়াহার দল আরএলএসপি-র সঙ্গেও যুক্ত ছিলেন । ঘটনা ঘিরে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় ।
স্থানীয় সুত্রে খবর,দানাপুরের তাকিয়াপাড় এলাকায় ‘ডিকে প্রপার্টি ডিলার’ নামে একটি অফিস রয়েছে জেডিইউ নেতা দীপক কুমার মেহতার । সোমবার সন্ধ্যায় সেখানেই ছিলেন তিনি । সেই সময় দুষ্কৃতীরা সেখানে চড়াও হয়ে দীপক কুমারকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় । একটি গুলি মাথায়,একটি পেটে ও একটি তাঁর পাঁজরে এসে লাগে । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পারস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এদিকে ঘটনার কথা চাওড় হতেই দীপক কুমার মেহতার অনুগামীরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে জড়ো হয়ে ব্যাপক ভাঙচুর চালায় । পাশাপাশি সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।
মৃতের পরিবারের অভিযোগ,দানাপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার পর থেকে দীপক কুমার মেহতাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল । তাঁর নিরাপত্তার জন্য বাড়ির সীমানা প্রাচীর তুলে দেওয়া হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত তাঁকে খুন হতে হল । পরিবারের তরফ থেকে স্থানীয় এক দুষ্কৃতীর নামও বলা হয়েছে । তবে মঙ্গলবার সকাল পর্যন্ত এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।।