দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ মার্চ : পূূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম জঙ্গলমহলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । রবিবার রাতে আদুরিয়া বিটের অন্তর্গত হেদগড়া, জালিকাঁদর, ফাঁড়ি প্রভৃতি গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে গভীর জঙ্গলে আগুন ধরে যায় । বন বিভাগের স্যাটেলাইটে সেই চিত্র ধরা পড়ে ৷ খবর পেয়ে রাতেই দমকল কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে । শেষ পর্যন্ত সোমবার আগুন নিয়ন্ত্রণে আসে । তার আগেই প্রায় ১৬ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে । এদিকে অগ্নিকান্ডের জেরে বন্যপ্রাণীদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে ।
আউশগ্রামের জঙ্গলমহলে আগুনের ভিডিও দেখুন :
উল্লেখ্য,ইদানিং আউশগ্রামের জঙ্গলে অজগর সাপ, প্যাঙ্গোলিন, সজারু,ইন্ডিয়ান উলফ বা হেঁরোল,বনমুরগি, বনবিড়ালের মত প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে । বেশ কয়েকটি ময়ূরও রয়েছে জঙ্গলে । বনদপ্তরের গননায় জানা গেছে আগের তুলনায় ময়ূরের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে । এখন জঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন লাগায় ওই সমস্ত প্রাণীদের অস্তিত্ব সংকটের সৃষ্টি হল বলে মনে করা হচ্ছে । তবে কিভাবে আগুন লাগলো তা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বনবিভাগ । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার ডিএফও নিশা গোস্বামী ।।