এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম ও কাটোয়া,২৪ ডিসেম্বর : বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও পূর্ব ‘বর্ধমানের কাটোয়ার বিজেপি কর্মীদের মধ্যে । বৃহস্পতিবার নন্দীগ্রামে আয়োজন করা জল ‘আর নয় অন্যায়’ কর্মসূচী । নন্দীগ্রাম-১ ব্লকে বিজেপির পূর্ব মন্ডলের ভেকুটিয়া অঞ্চলের দীনবন্ধু পুর লকগেটে এই কর্মসূচির আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল, জেলা সম্পাদক গৌরহরি মাইতি,মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া, মন্ডল সাধারণ সম্পাদক ভূপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শংকর ধাড়া প্রমূখ । এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় । কয়েক’শ স্থানীয় মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহন করেছিল বলে দাবি বিজেপির ।
অন্যদিকে একই দিনে কাটোয়ায় ‘আর নয় অসুরক্ষিত মহিলা’ ব্যানারে ধর্নায় বসলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যারা । বিজেপির জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক সীমা ভট্টাচার্যের নেতৃত্বে কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা মোড়ে বসে শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলা মোর্চার সদস্যারা । সকাল ১১ টা থেকে কয়েক ঘন্টা এই ধর্না প্রদর্শন চলে ।।