দিব্যেন্দু রায়,পূর্ব বর্ধমান,২৮ মার্চ : বগটুই কান্ডের পর বেআইনিভাবে মজুত অস্ত্রসস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাঁর নির্দেশ পেতেই অস্ত্রভান্ডারের সন্ধানে রাজ্য জুড়ে লাগাতার অভিযান শুরু করে দিয়েছে পুলিশ । প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিপুল পরিমান অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক । সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ও আউশগ্রাম থানা মিলে উদ্ধার হয়েছে প্রায় ৫৪ টি তাজা বোমা । সেই সঙ্গে মঙ্গলকোটের কুলসোনা গ্রাম থেকে দুটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক অস্ত্র কারবারীকে হাতেনাতে পাকড়াও করেছে ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মহসিন শেখ । কুলসোনা গ্রামেই তার বাড়ি । রবিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । সোমবার তাকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।উত্তম দাস নামে এক দুস্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারের পর জেরা করে বে আইনি অস্ত্রের কারবারি মহসিন শেখের নাম জানতে পারে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,এদিন সকালে ভাতার থানার মোহনপুর গ্রামে দোনারবাগান মাঠের কাছে একটি সন্দেহজনক প্লাস্টিকের জার দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । মুখখোলা ওই জারে উঁকি দিতেই নজরে পরে একাধিক তাজা বোমা । পরে খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে ফেলে । পুলিশ জানিয়েছে,মোট ২৪ টি বোমা ছিল ওই জারে । অন্যদিকে আউশগ্রামের দু’জায়গায় এদিন বোমা উদ্ধার করেছে পুলিশ । কল্যাণপুর গ্রামে জোড়া আমতলা বাসস্ট্যান্ডের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে এবং পিচকুরি গ্রামের মিশন যাওয়ার পথে রাস্তার ধারে ঝোপের মধ্য থেকে প্লাস্টিকের জার ভর্তি প্রায় ৩০ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । পরে বম্ব স্কোয়াড এসে দু’জায়গায় উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রীয় করে ।।