🌱 “এক জন ভুতসিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যাই ডেকেছে, অমনি ভুতটি এসেছে। এসে বললে, ‘কি কাজ করতে হবে বলাে। কাজ যাই দিতে পারবে না, অমনি তােমার ঘাড় ভাঙ্গব।’ সে ব্যক্তি যত কাজ দরকার ছিল, সব ক্রমে ক্রমে করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এইবার তােমার ঘাড় ভাঙ্গি?’ সে বললে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে,’মহাশয়, ভারী বিপদে পড়েছি, এই এই বিবরণ, এখন কি করি ? গুরু তখন বললেন, তুই এক কর্ম কর, তাকে এই চুলগাছটি সােজা করতে বল ! ভুতটি দিন রাত ঐ করতে লাগল। চুল কি সােজা হয় ? যেমন বাঁকা তেমনি রহিল ! অহঙ্কারও এই যায়, আবার আসে। অহঙ্কার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না ।” কথামৃত-৩/১৭/৪