দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ মার্চ : খাসজমির দখল নিয়ে দ্বন্দ্ব । আর তার জেরে এক পক্ষ অপর পক্ষের উপর হামলার নিপুন পরিকল্পনা করে ফেলেছিল । প্রচুর অস্ত্রসস্ত্র নিয়ে রীতিমতো রণসাজে সজ্জিত হয়ে রাতের অন্ধকারে ওৎ পেতে ছিল ৷ বিপক্ষের উপর হামলার সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল ৫ জনের একটি দুষ্কৃতীদল । তাদের হামলার পরিকল্পনা বাস্তবায়িত হলে দ্বিতীয় ‘বগটুই’ হতে পারতো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার শ্রীবাটি গ্রাম । কিন্তু হল না পুলিশের তৎপরতায় । খবর পেয়ে অস্ত্রসস্ত্রসহ ৩ দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ । তবে দু’জন পালিয়েছে । ধৃতদের নাম জামীর আলি মণ্ডল, বজরুল শেখ ওরফে কালো শেখ এবং সইদুল শেখ ওরফে ফুটো । শ্রীবাটি গ্রামেই তাদের বাড়ি ।
ধৃতদের কাছ থেকে কিছু অস্ত্র উদ্ধার হয় । পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর বোমা ও বন্দুক । সব মিলিয়ে ৪ টি রাইফেল, ২৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি পিস্তল দু’রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ টি সকেট বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
এই বিপুল পরিমান অস্ত্র ভান্ডার দেখে পুলিশের চোখ কার্যত কপালে উঠে গেছে । শনিবার রাতে গ্রেফতারের পর রবিবার কাটোয়া মহকুমা আদালতে তুলে পুলিশ ধৃতদের ১২ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন । এখন ধৃতদের জেরা করে পুলিশ অস্ত্রসস্ত্রের উৎসের সন্ধান চালাচ্ছে । সেই সঙ্গে আর কোথাও অস্ত্র মজুত করা আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । বোমাগুলি নিস্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম্বস্কোয়াডকে ।
জানা গেছে,ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে কাটোয়া থানার শ্রীবাটি গ্রামের বাসিন্দা ধৃত বজরুল শেখ ওরফে কালো শেখদের সঙ্গে ওই গ্রামেরই অন্য আর একটি গোষ্ঠীর মধ্যে খাসজমির দখল নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল । আর ওই বিবাদের জেরে বিপক্ষের উপর প্রাণঘাতী হামলার ছক কষে ফেলেছিল কালো শেখরা । হামলার আগে প্রয়োজন মত বোমা,বন্দুক জোগাড় করে রাখছিল কিছুদিন ধরে । অবশেষে শনিবার রাতে হামলার পরিকল্পনা করে ফেলে তারা । রাতের অন্ধকারে জনা পাঁচেক দুষ্কৃতীদের একটি দল অস্ত্রসস্ত্র নিয়ে জড়ো হয়ে বিপক্ষগোষ্ঠীর ওপর হামলার জন্য অপেক্ষা করছিল । কিন্তু তার আগেই গোপন সুত্র থেকে কাটোয়া থানার পুলিশের কাছে খবর চলে যায় । খবর পেতেই কালবিলম্ব না করে সেখানে হানা দেয় বিশাল পুলিশবাহিনী । পুলিশকে দেখে দুষ্কৃতীরা ছুটে পালানোর চেষ্টা করে । পুলিশ তাদের পিছু ধাওয়া করে ৩ জনকে ধরে ফেলে । দু’জন পালিয়ে যায় । পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ।।