দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ মার্চ : মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই বেআইনি বোমা-বন্দুকের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ । প্রতিদিন উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-বোমা । পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলাও ৷ এবারে একটি দেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ভাতার থানার কুবাজপুর গ্রামের বাসিন্দা ওই দুষ্কৃতীর নাম উত্তম দাস ।
ভাতার থানার ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন, শনিবার গভীর রাতে ভাতারের মোহনপুর গ্রামের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দুষ্কৃতী । সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । সে ছুটে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশকর্মীরা তার পিছু ধাওয়া করে ধরে ফেলে । তারপর তল্লাশি চালাতেই ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার হয় ৷ এদিন সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন ।।