এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,২৭ মার্চ : দুর্বৃত্তায়ন রোধে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ‘বুলডোজার বাবা’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের থিওরি । ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজের রাজ্যে একাধিক ক্ষেত্রে এই ‘যোগী থিওরি’র প্রয়োগ করেছেন । এবার একই রাস্তায় হাঁটতে শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ । উপত্যকায় জঙ্গি গতিবিধির উপর লাগাম টানতে পুলিশ এবার সন্ত্রাসবাদীদের সমর্থক ও আশ্রয়দাতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করেছে ।
গত শুক্রবার শ্রীনগর পুলিশের তরফ থেকে একটি নির্দেশিকা নির্দেশ জারি করে জানানো হয়েছে, কোনো সন্ত্রাসবাদী জোর করে কারও বাড়িতে আশ্রয় নিলে বাড়ির প্রধানকে যত দ্রুত সম্ভব পুলিশকে জানাতে হবে । পুলিশ জানিয়েছে,দায় সবসময় বাড়ির মালিক বা সদস্যের উপর বর্তায় । সন্ত্রাসবাদীরা বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে থাকলে সময়মত পুলিশকে জানিয়ে তা প্রমাণ করতে হবে । অবশ্য তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ সাফ জানিয়ে দিয়েছে,’সভ্য সমাজে সন্ত্রাসী ও সন্ত্রাসীদের সমর্থকদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে । এটি ইউএপিএ (UAPA) আইন ১৯৬৭-এর ধারা ২ জি এবং ধারা ২৫ দীর্ঘদিন ধরে বলবৎ রয়েছে । এই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।’
পাশাপাশি পুলিশ জানিয়েছে,’তদন্তের পরে যদি প্রমানিত হয় সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হয়েছিল তাহলে গৃহকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে । সন্ত্রাসীরা শুধু নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে না, নিরীহ বেসামরিক মানুষও তাদের লক্ষ্যবস্তু। জনগণকে কোনো ধরনের গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা সতর্ক করছি যেন কোনো সন্ত্রাসবাদীকে আমাদের সম্পদ ব্যবহার করতে না দেওয়া হয় ।’
জানা গেছে,জম্মু কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই ‘যোগী থিওরি’র প্রয়োগ শুরু করে দিয়েছে । গত বছর ২৫ জানুয়ারী পুলওয়ামার অবন্তিপুরে জইশ ই মোহাম্মদের একজন ওভারগ্রাউন্ড কর্মীর বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । ওই বাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছিল জঙ্গীরা । জঙ্গীদের গুলিতে শহীদ হয়েছিলেন একজন পুলিশ সদস্য এবং একজন সেনা জওয়ান। এছাড়া হরকত-উল-জিহাদি ইসলামী নামের এক জঙ্গি গোষ্ঠীর সদস্য গোলাম মোহাম্মদ খানের চান্নাপোড়ার বাড়িটি সিজ করে দেয় পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে হিজবুল মুজাহিদিনের জঙ্গি আবদুল মজিদ লোন এবং তার বাবা আবদুল রাজ্জাক লোনের উত্তর সোপুরের বাগুভে স্থিত জমিও । এছাড়া ডাউনটাউন,সৌরা,পান্থা চক, বাটামালু, নওগাম, হারভান এলাকার এক ডজনেরও অধিক বাড়ি পুলিশের র্যাডারের মধ্যে রয়েছে বলে জানা গেছে ।।