🌺 আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল—এ মত ভাল না । ঈশ্বর এক বৈ দুই নাই । তাঁকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে । কেউ বলে গড়, কেউ বলে আল্লা, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম । যেমন পুকুরে জল আছে—এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লােক বলছে ওয়াটার, আর এক ঘাটের লােক বলছে পানি,—হিন্দু বলছে জল, খৃষ্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি,কিন্তু বস্তু এক । মত-পথ । একটি ধর্মের মত এক একটি পথ,ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয় ।
কথামৃত-৩/৪/৪