এইদিন ওয়েবডেস্ক,রায়গড়,২৫ মার্চ : নির্দিষ্ট দিনে উপস্থিত না হলে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি উচ্ছেদ করা হবে বলে নোটিশ জারি করেছিল আদালত । আর ওই নোটিশ পেতেই আদালতে হাজির হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব । যাঁর দর্শন পেতে নির্জন পাহাড়ের কন্দরে, বনেজঙ্গলে বসে বছরের পর বছর ধরে মুনিঋষিরা তপস্যায় লীন হয়ে থাকেন, ছত্তিশগড়ের রায়গড়ের রাজস্ব আধিকারিকদের সৌজন্যে সেই ভগবানকে বিনা সাধনায় কাছ থেকে চাক্ষুষ করলেন আদালতে আগত মানুষজন । তবে ভগবান মানবীয় রূপে নয়,পাথরের লিঙ্গরূপে বিরাজমান হয়েছিলেন । আর তাঁকে সাইকেল ভ্যানে চাপিয়ে আদালতে এনেছিলেন তাঁর কিছু ভক্তরা ।
জানা গেছে,রায়গড়ে বেআইনি দখল ও নির্মাণ নিয়েছত্তিশগড় হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে । সেই পিটিশনের ভিত্তিতে রায়গড় তহসিল আদালতের পক্ষ থেকে একটি দল গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং ২ মার্চ কউহাকুন্ডা (kouhakunda) গ্রামে তদন্ত করে । মোট ১০ টি অবৈধ নির্মাণ চোখে পড়ে তদন্তকারী দলের । পরে ওই ১০ জনকে আদালতের তরফ থেকে নোটিশ জারি করা হয় । আদালত নোটিশে স্পষ্ট নির্দেশ দেয়, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে ১০ হাজার টাকা জরিমানাসহ উৎখাত করা হবে । পাশাপাশি নতুন নির্মাণের উপরে নিষেধাজ্ঞাও জারি করা হয় ।
জানা গেছে,১০ জবর দখলকারীদের তালিকায় কোহাকুণ্ড পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের একটি শিবমন্দিরও রয়েছে । কিন্তু নোটিশ কার নামে হবে তা নিয়ে দোটানায় ছিল কর্তৃপক্ষ । শেষে ভগবান শিবের নামেই নোটিশ ধরিয়ে দেওয়া হয় । এদিন শুক্রবার ছিল আদালতে হাজিরার দিন । তাই ভক্তরা মন্দির থেকে শিবলিঙ্গ উপড়ে একটি সাইকেল ভ্যানে চাপিয়ে আদালতে নিয়ে যায় । কিন্তু তহসিলদার অন্য কাজে ব্যস্ত থাকায় ভগবান শিবকে ফের ১৩ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য বলা হয় ।
এদিকে ভগবানের নামে নোটিশ করা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে গোটা রায়গড় জেলা জুড়ে। যদিও রায়পুরের তহসিলদার গগন শর্মা জানিয়েছেন,নোটিশটি নায়েব জারি করেছেন । এই বিষয়ে তিনি কিছু জানেন না । কিছু ভূল হলে সংশোধন করা হবে ।।